চীনের অনেক প্রধান স্বাস্থ্য সূচক উন্নত দেশের গড় মান ছাড়িয়ে গেছে
  2018-02-12 17:52:56  cri
ফেব্রুয়ারি ১২: চীনের অনেক প্রধান স্বাস্থ্য সূচক উচ্চ আয়ের দেশগুলির গড় মান ছাড়িয়ে গেছে। ২০১৬ সালে চীনা মানুষের প্রত্যাশিত গড় আয়ু ছিল ৭৬.৫ বছরেরও বেশি।

চীনা জাতীয় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমিটির উপ পরিচালক ওয়াং হে শেং আজ (সোমবার) বেইজিংয়ে এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, ২০১৭ সালে চীনে গর্ভবতী ও প্রসূতি নারী মৃত্যুর হার ছিল প্রতি ১ লাখে ১৯.৬জন, যা ২০১০ সালের চেয়ে ৩০ শতাংশ'রও কম। ২০১৭ সালে নবজাতক মৃত্যুর হার ছিল ০.৬৮ শতাংশ, যা ২০১০ সালের চেয়ে প্রায় ৫০ শতাংশ কম।

তিনি আরো বলেন, ২০১৭ সালের মে মাসে বিশ্ববিখ্যাত্ চিকিত্সা ম্যাগাজিন 'দে ল্যানসেট' 'বিশ্ব চিকিত্সা অভিগম্যতা ও মান' নামতালিকা প্রকাশ করে। তালিকায় চীন 'বিশ্বের পাঁচটি সর্বাধিক অগ্রগামী দেশের মধ্যে স্থান করে নিয়েছে।

(ছাই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040