বাংলাদেশে 'দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা সহায়তা তহবিল' এর প্রথম প্রকল্প চালু
  2018-02-12 17:47:14  cri
ফেব্রুয়ারি ১২: চীনের 'দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা সহায়তা তহবিল' জাতিসংঘের উন্নয়ন পরিকল্পনা বিভাগের সঙ্গে বাংলাদেশের দুর্যোগ পরবর্তী পুনর্গঠন প্রকল্প সামগ্রী সরবরাহের অনুষ্ঠান গতকাল (রোববার) ঢাকায় আয়োজিত হয়। তহবিলের আওতায় বাংলাদেশকে সহায়তার এটি প্রথম প্রকল্প।

বাংলাদেশে জাতিসংঘের উন্নয়ন পরিকল্পনা বিভাগের প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি অনুষ্ঠানে বলেন, সাম্প্রতিক কয়েক বছরে চীন ইতিবাচকভাবে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা পরিকল্পনায় অংশ নিয়ে আসছে। বাংলাদেশকে সহায়তার এবারের পরিকল্পনায় সেদেশের ৫টি দুর্গত এলাকার ১৩ হাজার ৯১০ পরিবারের প্রায় ৭০হাজার ক্ষতিগ্রস্ত মানুষ অন্তর্ভুক্ত আছে।

বাংলাদেশে চীনা দূতাবাসের বানিজ্যিক কাউন্সিলর লি কুয়াং জুন বলেন, চীন ও বাংলাদেশ বিশ্বস্ত অংশীদার। চীন বরাবরই দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সহযোগিতা ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশকে ফলপ্রসূ সহায়তা করে থাকে।

অনুষ্ঠানে বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুর বাংলাদেশের দুর্যোগ পরবর্তী পুনর্গঠনে সহায়তা করার জন্য চীনকে ধন্যবাদ জানান।

(ছাই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040