তালিয়াংয়ের পাহাড়ি উপত্যকা পরিদর্শন করেছেন সি চিন পিং
  2018-02-12 15:58:37  cri

আসন্ন বসন্ত উত্সব উপলক্ষ্যে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, চীনের প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং সিছুয়ান প্রদেশ পরিদর্শন করেছেন। গতকাল (রোববার) সকালে, সি চিন পিং তালিয়াং পাহাড়ি উপত্যাকার ভূগর্ভে ই জাতির দরিদ্র পরিবারগুলোর খোঁজ-খবর নেন এবং তাদের সঙ্গে কথা বলেন। এ অঞ্চলের সার্বিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনের উপায় নিয়ে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাও করেছেন সি চিন পিং।

এদিন সকালে, লিয়াং শান ই জাতির স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী সিছাং থেকে রওনা দেন প্রেসিডেন্ট সি। দুঘণ্টা পর তিনি তালিয়াং পাহাড়ের ভেতরে অবস্থিত চাও চুয়ে জেলার সান চা হ্য উপজেলার সান হ্য গ্রাম এবং চিয়ে ফাং উপজেলার হুও ফু গ্রামে পৌঁছান। রুক্ষ পার্বত্য অঞ্চলের রাস্তা দিয়ে সি চিন পিং এক-একটি দরিদ্র পরিবার ঘুরে দেখেন এবং গ্রামের বাসিন্দাদের প্রতিনিধি ও গ্রামে নিযুক্ত দারিদ্র্য বিমোচনের ক্যাডারদের সঙ্গে কথা বলেন। এ সময় সি চিন পিং বলেন,

'ই জাতির মানুষের সঙ্গে আবার দেখা হওয়ায় আমরা খুব আনন্দিত। আমি এখানে আসতে চেয়েছিলাম। জনগণের সুখী ও সুন্দর জীবনযাপন নিশ্চিত করা আমাদের সংগ্রামের লক্ষ্য। সার্বিক সচ্ছল সমাজ গড়ে তোলায় প্রত্যেক জাতি, পরিবার ও ব্যক্তির যৌথ প্রচেষ্টা দরকার।

চাও চুয়ে জেলার সান চা হ্য উপজেলার সান হ্য গ্রামে প্রেসিডেন্ট সি চিন পিং চি হাও ইয়ে ছিউয়ের বাসায় যান। তার পরিবারটি গ্রামের দরিদ্র পরিবারগুলোর একটি। প্রেসিডেন্ট তার পরিবারের খোঁজ-খবর নেন। পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য ১০ বছর বয়সের চি হাও ইউ কুও গান গাইতে পছন্দ করে। এটা জানতে পেরে প্রেসিডেন্ট সি তাকে জিজ্ঞেস করেন,

'তুমি কি গান গাইতে পারো?'

প্রেসিডেন্টের কথায় সাড়া দিয়ে ছোট্ট মেয়েটি 'সুন্দর জাতীয় পতাকা' গানটি গায়। তার সরল ও মধুর কণ্ঠে সবাই অভিভূত হয়।

সি চিন পিং তার পরিবারকে বলেন, আপনাদের জীবনযাপন দিন দিন ভালো হচ্ছে দেখে আমি অনেক খুশি হয়েছি। আশা করছি শিশুরাও সুখী জীবনযাপন করতে পারবে।

গ্রামের এক বাসিন্দা প্রেসিডেন্ট সিকে জানান, একবার তিনি অসুস্থ হয়েছিলেন। তিনি ভেবেছিলেন, ভূত তার শরীরের ওপর ভর করেছে। পরে গ্রামের দারিদ্র্য দূরীকরণ কর্মকর্তা তাকে জানান, ভূত আসলে ব্যাকটেরিয়া। যদি তিনি ভালো স্বাস্থ্য-অভ্যাস গড়ে তোলেন, তাহলে তিনি কখনই অসুস্থ হবেন না।

তার কথা শুনে সি চিন পিং বলেন,

'সত্যিকারে ভূত হলো, অজ্ঞতা, পশ্চাদপদতা ও দরিদ্রতা। এসব সমস্যা কেটে গেলে আর কোনো ভূত থাকবে না।

সি চিন পিং চাও চুয়ে জেলার চিয়ে ফাং উপজেলার হুও ফু গ্রাম থেকে বিদায় নেওয়ার সময় গ্রামের নারী, পুরুষ, প্রবীণ, শিশু সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে তাকে বিদায় জানান। গ্রামের কমিউনিস্ট পার্টির শাখা কমিটির সম্পাদক সাধারণ সম্পাদক সি চিন পিংকে ই জাতির ঐতিহ্যিক পোশাক উপহার দেন। সি চিন পিং ওই কাপড় পরে গ্রামের লোকদের সঙ্গে করমর্দন করেন, কথা বলেন।

এ সময় গ্রামবাসীরা গান পরিবেশন করে। তারা গানের মাধ্যমে কমিউনিস্ট পার্টির প্রতি ই জাতির কৃতজ্ঞতা ও সুন্দর জীবনের জন্য তাদের সীমাহীন আকাঙ্ক্ষা তুলে ধরেন।

পরিদর্শন শেষে সি চিন পিং স্থানীয় ক্যাডারদের উদ্দেশ্যে বক্তব্য দেন। তিনি তাদের নিরলস ও কঠোরভাবে কাজ করার নির্দেশ দেন। জনসাধারণের সুখী জীবন নিশ্চিত করার কাজকে নিজের লক্ষ্য হিসেবে নির্ধারণ করার পরামর্শ দেন প্রেসিডেন্ট সি।

তিনি বলেন, দারিদ্যমুক্ত হতে চাইলে তৃণমূল কমিউনিস্ট পার্টির শাখা কমিটির কাজ জোরদার করতে হবে। জনসাধারণের সুখী জীবনের জন্য অক্লান্ত পরিশ্রমের কথাও বলেন তিনি।

(শিশির/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040