সন্ত্রাসদমন নিয়ে আলোচনা করেছে আলজেরিয়া ও যুক্তরাষ্ট্র
  2018-02-12 15:29:55  cri

ফেব্রুয়ারি ১২: আলজেরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সন্ত্রাসদমনে সহযোগিতা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (রোববার) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সন্ত্রাসদমন কার্যালয়ের উপ-সমন্বয়কারী রোমানোস্কি আলজেরিয়া সফরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্দুল কাদের মাশাহেলের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন।

আলজেরিয়ার গণমাধ্যম জানিয়েছে, ইরাক ও সিরিয়া থেকে আফ্রিকায় সন্ত্রাস ঢুকে যাচ্ছে। এতে গভীর আঞ্চলিক হুমকি সৃষ্টি হয়েছে। এ ঝুঁকি মোকাবিলার পদ্ধতি নিয়ে গভীর আলোচনা করেছে দুপক্ষ।

মাশাহেল বলেন, আফ্রিকার সন্ত্রাস রোধে আলজেরিয়া প্রধান শক্তি। সন্ত্রাসী হুমকি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আলজেরিয়া।

বৈঠকে মার্কিন কর্মকর্তা বলেন, উগ্রবাদ ও সন্ত্রাসের আর্থিক উত্স বন্ধে আলজেরিয়ার সঙ্গে ব্যাপক সহযোগিতা করতে চায় যুক্তরাষ্ট্র।

(জিনিয়া/তৌহিদ/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040