জাতীয় ধর্মীয় নেতাদের সঙ্গে চীনা উপ-প্রধানমন্ত্রীর সেমিনার
  2018-02-12 11:04:03  cri
ফেব্রুয়ারি ১২: গতকাল (রোববার) চীনের কমিউনিস্ট পার্টি সিপিসি'র কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক পলিট ব্যুরোর স্ট্যান্ডিং কমিটির সদস্য ও চীনা উপপ্রধানমন্ত্রী ওয়াং ইয়াং জাতীয় ধর্মীয় নেতাদের সঙ্গে এক সেমিনারে অংশ নেন। এ সময় সিপিসি ও সাধারণ সম্পাদক সি চিন পিংয়ের পক্ষ থেকে চীনের ধর্মীয় মহল ও বিভিন্ন ধর্মের মানুষদের ঐতিহ্যবাহী বসন্ত উত্সবের শুভেচ্ছা জানান তিনি।

এ সময় বিভিন্ন ধর্মের প্রতিনিধিদের বক্তব্য শোনেন ওয়াং ইয়াং। তিনি বলেন, ২০১৭ সাল সিপিসি ও রাষ্ট্রীয় কাজ উন্নয়নের এক গুরুত্বপূর্ণ বছর। বিভিন্ন ধর্মের মানুষ ঐক্যবদ্ধভাবে সিপিসি ও চীন সরকারের সঙ্গে প্রচেষ্টা চালিয়েছে এবং জাতীয় ঐক্য, সুষ্ঠু ধর্মীয় উন্নয়ন ও সামাজিক স্থিতিশীলতায় ইতিবাচক অবদান রেখেছে।

চলতি বছর সিপিসি'র ঊনবিংশ জাতীয় কংগ্রেসের পর প্রথম বছর। ধর্মীয় মহলের উচিত নতুন যুগে সি চিন পিংয়ের চীনা বৈশিষ্ট্যময় সমাজতন্ত্র নিয়ে গবেষণা করা এবং ধর্ম নিয়ে চীন সরকারের সিদ্ধান্তগুলো দৃঢ়ভাবে মেনে চলা। পাশাপাশি ধর্মাবলম্বীদের মধ্য থেকে গুণগতমানের নেতৃত্ব তৈরি করার কথাও বলেন তিনি।

(সুবর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040