ইতালি ও ভ্যাটিকান সফরে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
  2018-02-11 19:07:35  cri
আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল-আইএফএডির গভর্নিং কাউন্সিলের বৈঠকে যোগ দিতে ইতালি গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সকালে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে সফরসঙ্গীদের নিয়ে তিনি রোমের উদ্দেশে যাত্রা করেন। পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী তার সফরসঙ্গী হয়েছেন। আইএফএডির প্রেসিডেন্ট গিলবার্ট এফ হোংবোর আমন্ত্রণে তিনি সংস্থাটির গভর্নিং কাউন্সিলের বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। সম্মেলনে সরকারের উন্নয়ন কার্যক্রম ছাড়াও তিনি বাংলাদেশে কৃষিখাতে অগ্রগতির চিত্র তুলে ধরবেন। ১২-১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সফরে তিনি ভ্যাটিকান সিটি যাবেন এবং পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করবেন। ১৫ ফেব্রুয়ারি দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040