পিয়ংছাং শীতকালীন অলিম্পিক গেমসের প্রথম স্বর্ণপদক সুইডেনের
  2018-02-11 18:57:12  cri
ফেব্রুয়ারি ১১: পিয়ংছা শীতকালীন অলিম্পিক গেমসের প্রতিযোগিতা গতকাল (শনিবার) শুরু হয়েছে। এদিন বায়াথলন, ক্রসকান্ট্রি স্কিইং, স্কি জাম্পিং, গতি স্কিইং ও শর্ট-ট্র্যাক স্পীডিং স্কেটিংসহ ৫ টি ইভেন্টে স্বর্ণপদকের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সুইডেনের প্রতিযোগি চার্লোট্ কাল্লা ক্রস-কান্ট্রি স্কিইংয়ে এবারের শীতকালীন অলিম্পিক গেমসের প্রথম স্বর্ণপদক লাভ করেন। দক্ষিণ কোরিয়ার খেলোয়াড় লিম হিওজুন পুরুষদের শর্ট-ট্র্যাক স্পীডিং স্কেটিং ১৫০০ মিটারের প্রতিযোগিতায় স্বর্ণ পদক লাভ করেন। জার্মান খেলোয়াড় লরা দালমেইয়ার নারী বায়াথলনএর ৭.৫ কিলোমিটারের প্রতিযোগিতায় স্বর্ণপদক লাভ করেন। নেদারল্যান্ডের খেলোয়াড় কার্লিন একটেরেক্টে নারীদের ৩ হাজার মিটারের স্পীডিং স্কেটিং প্রতিযোগিতায় স্বর্ণপদক লাভ করেন।

(ছাই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040