চীনের অর্থনৈতিক উন্নয়নে 'নতুন গতিশক্তি'র সহায়ক ভূমিকা জোরদার হচ্ছে
  2018-02-11 18:47:40  cri
ফেব্রুয়ারি ১১: চীনের অর্থনৈতিক উন্নয়নে 'নতুন গতি শক্তি'র সহায়ক ভূমিকা দিন দিন জোরদার হচ্ছে।

চীনের রাষ্ট্রীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের নীতি গবেষণাগারের উপ পরিচালক ও মুখপাত্র মেং উই আজ (রোববার) বেইজিংয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।

তিনি বলেন, চীনের অর্থনীতির প্রবৃদ্ধিতে 'নতুন গতি শক্তি'র অবদান ৩০ শতাংশ ছাড়িয়েছে। পরবর্তীতে চীন নতুন শিল্পের উন্নয়ন জোরদার করবে, উদ্ভাবনী শিল্পের উন্নতি করবে।

(শুয়েই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040