বাংলাদেশের জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউট-এনআইএমসি'র মহাপরিচালক মোঃ রফিকুজ্জামানের সাথে আলাপচারিতা
  2018-02-11 16:46:07  cri


বাংলাদেশের ইলেক্ট্রনিক গণমাধ্যমের মানব সম্পদ ও কারিগরি বিষয়ে প্রশিক্ষণের একমাত্র সরকারী প্রতিষ্ঠান জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউট-এনআইএমসি। প্রতিষ্ঠানটির বর্তমান মহাপরিচালক মোঃ রফিকুজ্জামান। বাংলাদেশ সরকারের একজন অতিরিক্ত সচিব। বাংলাদেশ সরকারের মাঠ পর্যায় থেকে শুরু করে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে কাজ করার পাশাপাশি তাঁর আছে বিশ্ব ব্যাংক, এশিয়া উন্নয়ন ব্যাংক ইউনিসেফসহ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারদের সাথে কাজ করার মূল্যবান অভিজ্ঞতা। উচ্চ শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণ করেছেন যুক্তরাষ্ট্র, ভারত, ফিলিপাইনসহ বিভিন্ন দেশ থেকে। ভাবতে ভালবাসেন নিজেকে একজন সমাজ সংস্কারক হিসেবে। সিআরআই বাংলা বিভাগের পক্ষ থেকে মোঃ রফিকুজ্জামানের সাথে এনআইএমসি ও তাঁর নিজের নানা বিষয় নিয়ে আলাপ করেছিলাম।

সাক্ষাৎকার গ্রহণে কারিগরি সহায়তা দিয়েছেন ওয়াং হাইমান উর্মি। কৃতজ্ঞতা স্বীকার ওয়াং তান হুং রুবি।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040