দক্ষিণমেরুর পর্যটনসহ বিভিন্ন কাজের তত্ত্বাবধান করবে চীন
  2018-02-11 14:44:53  cri
ফেব্রুয়ারি ১১: সম্প্রতি চীনের জাতীয় সমুদ্র ব্যুরো 'দক্ষিণমেরু কার্যক্রম পরিবেশগত সুরক্ষা ব্যবস্থাপনা নিয়ম' প্রকাশ করেছে। মেরু অঞ্চলের পরিবেশ সংরক্ষণ এবং পর্যটনসহ বিভিন্ন কার্যক্রম তত্ত্বাবধান করবে চীন।

তথ্য অনুযায়ী, জাতীয় সমুদ্র ব্যুরো দক্ষিণমেরুর পরিবেশ ও প্রকৃতির ওপর বিশেষ প্রভাব ফেলে এমন কাজের অনুমোদন দেয় না। তবে বিভিন্ন নিয়ম মেনে আংশিক পরিদর্শনের অনুমোদন দেয়। জাতীয় সমুদ্র ব্যুরো চীনের পরিদর্শন, পর্যটন, অনুসন্ধান, মত্স্য শিল্প ও পরিবহনসহ দক্ষিণমেরুর সব ধরনের কার্যক্রম তত্ত্বাবধান করে এবং পরিবেশ সংরক্ষণ ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে।

প্রেমা/তৌহিদ

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040