আজকের টপিক: বসন্ত উত্সবে যাতায়াতে স্মার্ট সেবা; যাত্রীদের নিরাপদ ও আরামদায়ক উত্সব
  2018-02-21 18:08:10  cri


চীনের মানুষ এ উত্সবে জন্মস্থানে ছুটে যায়। আবার শহরে ফিরে আসে। এ বড় উত্সবে কীভাবে যাত্রীদের নিরাপদ ও আরামদায়ক উত্সবমুখর পরিবেশ উপহার দিতে ভীষণ ব্যস্ত থাকে কর্তৃপক্ষ। যোগাযোগ বিভাগও নানা ব্যবস্থা গ্রহণ করে। তারা যাত্রীদের 'স্মার্ট সেবা' দেন, যেনো যাত্রীরা নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ করতে পারে ও সুন্দর উত্সব উপভোগ করতে পারে।

সুপ্রিয় শ্রোতা, আজকের টপিক অনুষ্ঠানে আমরা যোগাযোগ ও পরিবহণ সেবায় স্মার্ট প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা করবো।

চলতি বসন্ত উত্সবে চীনের রেল কোম্পানি স্টেশন ও ট্রেনের সরঞ্জাম উন্নত করেছে। বেইজিংয়ের দক্ষিণ স্টেশনে নতুন স্থাপিত স্বয়ংক্রিয় টিকিট মেশিন এ উত্সবে যাত্রীদের বেশ সুবিধা দিয়েছে। এ মেশিনে নিজের মুখের ছবি দিলে স্বয়ংক্রিয়ভাবে টিকিট চেক হয়ে যায়। যাত্রীরা ৫ সেকেন্ডের মধ্যে টিকিট চেকের কাজ শেষ করতে পারে। অনেক যাত্রী এর প্রশংসা করেন। তারা বলেন, খুব ভালো ও সুবিধাজনক। এ ব্যবস্থার মাধ্যমে তাদের সময় বেঁচে যায় এবং তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন।

রেল কোম্পানি সূত্রে জানা গেছে, এ ধরণের মেশিনের পরিমাণ ১০০০টিরও বেশি, যা গত বছরের তুলনায় দ্বিগুণ হয়েছে।

টিকিট চেকের ব্যবস্থার পাশাপাশি চলতি বছর নেটে টিকিট ক্রয় আরও সুবিধাজনক হয়েছে। চীনের রেল কোম্পানির কর্মকর্তা চু চিয়ান শেং জানিয়েছেন, এ বসন্ত উত্সবে নেট থেকে টিকিট ক্রয়ের পরিমাণ সব টিকিটের ৮০ শতাংশ ছাড়িয়েছে। নেট টিকিট বিক্রির ব্যবস্থা সুবিন্যস্ত করেছে রেল বিভাগ। নেটে টিকিট বিক্রির পেজ সংস্কার, গ্রাহকের টিকিট কেনার পদ্ধতি সহজিকরণসহ নানা ব্যবস্থা উন্নত করেছে। এর ফলে যাত্রীরা আরও আরাম বোধ করেন।

এ ছাড়া ট্রেন স্টেশনে নানা স্মার্ট সেবা দেওয়া হয়েছে। যেমন নিজের মতো খাবার অর্ডার দেওয়া যায়। রোবট সেবাকারীর সাহায্য স্মার্ট ন্যাভিগেশনের মাধ্যমে সহজে গন্তব্যে পৌঁছানো।

আরেকটি বিষয় হলো ভাড়া গাড়ির ব্যবস্থা। ২০১৮ সালে বসন্ত উত্সবের সময় কুয়াংচৌ দক্ষিণ স্টেশনে প্রথমবারের মতো ভাড়া গাড়ি ব্যবস্থা চালু করা হয়েছে। আপনি ট্রেন থেকে নামার সঙ্গে সঙ্গে ট্রেনের পাশে থেকে গাড়ি ভাড়া করে সরাসরি বাড়িতে যেতে পারেন। এ ধরণের গাড়ির ভাড়া বেশি না। প্রতি মিনিট অর্ধেক ইউয়ান মাত্র।

প্রযুক্তিগত সুবিধা বৃদ্ধির সঙ্গে সঙ্গে যাত্রীরা আরও সুবিধাজনক, আরামদায়ক ও নিরাপদ যাত্রা উপভোগ করতে পারবেন বলে আমরা বিশ্বাস করি।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040