যুক্তরাষ্ট্র সফর করেছেন চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর ইয়াং চিয়ে ছি
  2018-02-11 10:54:24  cri
ফেব্রুয়ারি ১১: ৮ ও ৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র সফর করেছেন চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর ইয়াং চিয়ে ছি। গতকাল (শনিবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু খাং ওয়াশিংটনে এ সম্পর্কে বিবৃতি দেন। তিনি বলেন, চীন-মার্কিন নেতাদের বেইজিং সাক্ষাতের পর এটাই হলো প্রথম উচ্চপর্যায়ের সফর, যা ভবিষ্যতে বেইজিং সাক্ষাতের সিদ্ধান্ত বাস্তবায়ন ও বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় বিনিময় ও সহযোগিতায় সহায়ক হবে।

এ সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সঙ্গে বৈঠক করেছেন ইয়াং চিয়ে ছি। মার্কিন প্রেসিডেন্টের রাষ্ট্রীয় নিরাপত্তা-বিষয়ক সহকারী হার্বার্ট ম্যাকমাস্টার ও সিনিয়র উপদেষ্টা জ্যারেড কুষ্ণারের সঙ্গেও সাক্ষাত্ করেছেন তিনি।

বিদায়ি বছরে দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিবাচক অগ্রগতিতে একমত হয় দুপক্ষ। আর্থ-বাণিজ্যিক সম্পর্ক নিয়ে ইয়াং চিয়ে ছি বলেন, জ্বালানি সম্পদ, অবকাঠামো নির্মাণ ও 'এক অঞ্চল, এক পথ'সহ বিভিন্ন খাতের সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে এবং দুদেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি ও আন্তর্জাতিক অর্থনীতির ব্যাপারে সমন্বয়ের কথাও বলেন তারা। বাজার উন্মুক্তকরণ, ব্যাপক সহযোগিতার মাধ্যমে আর্থ-বাণিজ্যিক সমস্যা সমাধান করা এবং উন্নত সম্পর্ক রক্ষার ব্যাপারে একমত হন তারা।

কোরীয় উপদ্বীপের পরমাণু ইস্যুতে ইয়াং চিয়ে ছি বলেন, আন্তর্জাতিক সমাজের উচিত উত্তর ও দক্ষিণ কোরিয়ার সম্পর্ক উন্নয়নে সমর্থন দেওয়া এবং এতদাঞ্চলের উত্তেজনা প্রশমন করা। এ ইস্যুতে পারস্পরিক আস্থা ও সম্মানের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিনিময় বজায় রাখবে চীন, যাতে সমস্যার সুষ্ঠু সমাধান হয়।

(সুবর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040