ঐতিহ্যবাহী বসন্ত উত্সবের কিংবদন্তী ২
  2018-02-21 18:08:10  cri



বসন্ত উত্সবকে বলা হয় 'নিয়ান'ও। চীনা জাতির ঐতিহ্যবাহী উত্সব। চান্দ্রপঞ্জিকা অনুযায়ী দ্বাদশ মাসের ২৩তম দিন থেকে পরবর্তী মাস অর্থাত্ নতুন বছরের প্রথম মাসের পঞ্চদশ দিন পর্যন্ত উত্সব চলে। এর মধ্যে দ্বাদশ মাসের শেষ দিন ও প্রথম বছরের প্রথম দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ। বসন্ত উত্সবের সময় হান জাতি ও অধিকাশ সংখ্যালঘু জাতি নানা অনুষ্ঠানের আয়োজন করে। বসন্ত উত্সব সম্পর্কিত কিংবদন্তী বা লোক কাহিনীও রয়েছে অনেক। আজকের টপিক অনুষ্ঠানে আমরা বসন্ত উত্সবের কিংবদন্তীগুলো সম্পর্কে বলব।
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040