ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর কক্সবাজারে রোহিঙ্গা ট্রানজিট ক্যাম্প পরিদর্শন
  2018-02-10 19:02:24  cri
বাংলাদেশে সফররত ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ট্রানজিটি ক্যাম্প পরিদর্শন করেছেন।

শনিবার তিনি এ পরিদর্শন করেন। তিনি ট্রানজিট ক্যাম্প ঘুরে দেখেন এবং সেখানে অবস্থানরত রোহিঙ্গা ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এর আগে শুক্রবার সন্ধ্যায় ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ওই বৈঠকটি হয়। রোহিঙ্গাদের ফেরত পাঠাতে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ব্রিটেন একযোগে কাজ করবে বলে এ সময় আশ্বাস দেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে ।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040