দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করতে আগ্রহী কিম জং উন
  2018-02-10 18:37:03  cri
ফেব্রুয়ারি ১০: উত্তর কোরিয়ার ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির প্রথম উপমন্ত্রী কিম ইয়ো জং উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের বিশেষ দূত হিসেবে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনকে উত্তর কোরিয়া সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং তাকে কিম জং উনের লেখা চিঠি হস্তান্তর করেছেন।

আজ (শনিবার) দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ভবন-চেওন ওয়া দাই এ খবর প্রকাশ করেছে।

এদিন সকালে চেওন ওয়া দাই-তে সফররত উত্তর কোরিয়ার উচ্চ পদস্থ প্রতিনিধি দলের সঙ্গে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন সাক্ষাত্ করেন এবং প্রতিনিধি দলের সাথে মধ্যাহ্ন ভোজে অংশ নেন।

সাক্ষাত্কালে কিম ইয়ো জং বলেন, কিম জং উন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব সাক্ষাত্ করতে ইচ্ছুক।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন শর্ত সাপেক্ষে উত্তর কোরিয়া সফরের আশা ব্যক্ত করে বলেন, উত্তর ও দক্ষিণ কোরিয়ার সম্পর্কের উন্নয়ন বাস্তবায়নের করতে চাইলে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যত তাড়াতাড়ি সম্ভব সংলাপে বসতে হবে। তিনি আশা করেন উত্তর কোরিয়া সক্রিয়ভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ করবে।

উত্তর কোরিয়ার সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির স্থায়ী কমিটির চেয়ারম্যান কিম ইয়ং নাম প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। প্রতিনিধি দলের সদস্যের মধ্যে রয়েছেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির প্রথম উপমন্ত্রী কিম ইয়ো জং, জাতীয় ক্রীড়া পরিচালনা কমিটির চেয়ারম্যান চোয়ে হুই ও মাতৃভূমি শান্তি ও ঐক্য কমিটির চেয়ারম্যান রি সন-হুওন।

(শুয়েই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040