ভূগোল অবস্থা শুমারীর ইস্তেহার প্রকাশ করেছে বেইজিং
  2018-02-10 18:25:41  cri
ফেব্রুয়ারি ১০: গতকাল (শুক্রবার) প্রথম বারের মত ভূগোল অবস্থা শুমারীর ইস্তেহার প্রকাশ করেছে বেইজিংয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তিন বছরের প্রয়াসে বেইজিং শহরের ১৬.৪ হাজার বর্গ কিলোমিটার ভূমির প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট অবস্থা এবং গুরুত্বপূর্ণ ভূগোল অবস্থার শুমারী এবং ডেটাবেস গড়ে তোলা হয়েছে।

বেইজিংয়ের শহর পরিকল্পনা ও ভূমি সম্পদ ব্যবস্থাপনা কমিটির ডেপুটি ইন্সপেক্টর থাও চি হং বলেন, আমরা শুমারীর পাশাপাশি পর্যবেক্ষণ এবং পর্যবেক্ষণের পাশাপাশি ব্যবহারিক নীতিতে অবিচল থাকি।

তিনি আরো বলেন, বর্তমান শুমারীর ফলাফল ইতিবাচকভাবে সামগ্রিক পরিকল্পনা, শহরের উপ-কেন্দ্র ও ২০২২ সালের শীতকালীন অলিম্পিক গেমস ও শীতকালীন প্রতিবন্ধী অলিম্পিক গেমসের পরিকল্পনা সহজতর, সংশোধন ও উন্নয়ন ত্বরান্বিত করার বিশেষ কর্মসূচী। শুমারীর ফলাফল অগভীর পর্বত এলাকার পরিকল্পনা তৈরি এবং শহরের অনুপুঙ্খ ব্যবস্থাপনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিকল্পনায় ব্যবহৃত হচ্ছে।

উল্লেখ্য, এবারের শুমারী ইস্তেহার জনসাধারণের জন্য উম্মুক্ত করা হবে।

(ছাই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040