অর্থনীতি পুনরুদ্ধার করতে ইইউ'র 'জাংকার পরিকল্পনা ২৬৪ বিলিয়ন ইউরো পুঁজি বিনিয়োগ সচল করেছে
  2018-02-10 16:48:12  cri
ফেব্রুয়ারি ১০: ইউরোপের অর্থনীতি পুনরুদ্ধারের জন্য ২০১৫ সালে উত্থাপিত 'জাংকার পরিকল্পনা' এই পর্যন্ত ২৬৪.৩ বিলিয়ন ইউরো পুঁজি বিনিয়োগ সচল করতে সক্ষম হয়েছে।

গতকাল (শুক্রবার) ইইউ কমিশনের প্রকাশিত এক ইশতেহারে এ তথ্য জানানো হয়েছে।

পরিকল্পনার কেন্দ্রীয় বিষয় এবং অর্থায়নের ভিত্তি-ইউরোপের কৌশলগত পুঁজি বিনিয়োগ তহবিল মোট ৫৩.২ বিলিয়ন ইউরো বরাদ্দ করেছে। এতে ৩৬৬টি অবকাঠামো ও উদ্ভাবনী প্রকল্পের জন্য ৪০.৪ বিলিয়ন ইউরো বরাদ্দ করা হয়েছে। আর ৩৭০টি মাঝারি ও ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ করা হয়েছে ১২.৮ বিলিয়ন ইউরো। ইইউ কমিশনের অনুমান, প্রায় ৫ লাখ ৮৯ হাজার মাঝারি ও ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান এতে লাভবান হবে।

বিশ্বজুড়ে আর্থিক সংকট ও ইউরোপের ঋণ সংকটের পর ইউরোপের অর্থনীতি পুনরুদ্ধারের জন্য ইইউ কমিশনের চেয়ারম্যান জাংকার ২০১৪ সালের শেষ দিকে ইউরোপের পুঁজি বিনিয়োগ পরিকল্পনা উত্থাপন করেন। এই পরিকল্পনা 'জাংকার পরিকল্পনা' হিসেবে পরিচিত। ২০১৫ সালের জুন মাসে ইইউ'র বিভিন্ন সংস্থা ও সদস্য দেশের অনুমোদন পায় পরিকল্পনাটি। এর তিন মাস পর ইউরোপের কৌশলগত পুঁজি বিনিয়োগ তহবিল চালু হয়।

(শুয়েই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040