দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে সফরের আমন্ত্রণ জানিয়েছে উত্তর কোরিয়া
  2018-02-10 16:22:12  cri
ফেব্রুয়ারি ১০: উত্তর কোরিয়ার ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির প্রথম উপমন্ত্রী কিম ইয়ো জোং উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জোং উনের বিশেষ দূত হিসেবে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনকে উত্তর কোরিয়া সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

আজ (শনিবার) দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ভবন-চেওন ওয়া দাই এ খবর প্রকাশ করেছে।

এদিন সকালে চেওন ওয়া দাই-তে সফররত উত্তর কোরিয়ার উচ্চ পদস্থ প্রতিনিধি দলের সঙ্গে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন সাক্ষাত্ করেন এবং প্রতিনিধিদের সঙ্গে মধ্যাহ্ন ভোজে অংশ নেন।

জানা গেছে, উত্তর কোরিয়ার সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির স্থায়ী কমিটির চেয়ারম্যান কিম ইয়ং নাম প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। সদস্যের মধ্যে রয়েছেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির প্রথম উপমন্ত্রী কিম ইয়ো-জং, জাতীয় ক্রীড়া পরিচালনা কমিটির চেয়ারম্যান চোয়ে হুই ও মাতৃভূমি শান্তি ও ঐক্য কমিটির চেয়ারম্যান রি সন-হুওন।

(শুয়েই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040