চীন-ইন্দোনেশিয়া কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক উন্নয়নে দু'দেশের সদিচ্ছা
  2018-02-10 15:40:43  cri
ফেব্রুয়ারি ১০: চীনের পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ই ও ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রী রেটনো মার্সুদির যৌথ সভাপতিত্বে চীন-ইন্দোনেশিয়া আন্তঃসরকার দ্বিপক্ষীয় সহযোগিতা কমিশনের তৃতীয় অধিবেশন গতকাল (শুক্রবার) বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে।

অধিবেশনে ওয়াং ই বলেন, চীন ও ইন্দোনেশিয়া পরস্পরের গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ। দু'দেশই বিশ্বের বড় উন্নয়নশীল দেশ এবং নতুন অর্থনৈতিক গোষ্ঠী। দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে দু'দেশের ব্যাপক অভিন্ন স্বার্থ আছে। চীন ইন্দোনেশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের ওপর অত্যন্ত গুরুত্ব দেয়। সাম্প্রতিক বছরগুলোতে দু'দেশের শীর্ষ নেতার নির্দেশনায় নিজ নিজ উন্নয়নের কৌশল সংযোগ করাকে কেন্দ্র করে সার্বিকভাবে বিভিন্ন ক্ষেত্রের বাস্তব ভিত্তিক সহযোগিতা ত্বরান্বিত করেছে, দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন দ্রুত গতিতে এগুচ্ছে। চলতি বছর দু'দেশের সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক স্থাপনের ৫ম বার্ষিকী। চীন ইন্দোনেশিয়ার সঙ্গে উচ্চ পর্যায়ের বিনিময় আরো ঘনিষ্ঠ করা, যৌথভাবে 'এক অঞ্চল, এক পথ' সহযোগিতা এগিয়ে নেওয়া এবং দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক উন্নয়ন বাস্তবায়ন করতে ইচ্ছুক।

রেটনো বলেন, চীন ইন্দোনেশিয়ার গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার। সাম্প্রতিক বছরগুলোতে দু'দেশের সম্পর্কের দ্রুত উন্নয়ন দু'দেশের জনগণের জন্য সত্যিকার অর্থেই কল্যাণ বয়ে এনেছে। ইন্দোনেশিয়া আসিয়ানের পূর্বাঞ্চলের উন্নয়ন এলাকার সহযোগিতায় চীনের অংশগ্রহণকে স্বাগত জানায়। তাঁর দেশ চীনের সাথে আসিয়ান-চীন সম্পর্কের সম্প্রসারণ, আঞ্চলিক সহযোগিতার জন্য দিক নির্দেশনা প্রদান এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ত্বরান্বিত করতে ইচ্ছুক।

দু'পক্ষ অভিন্ন স্বার্থে সংশ্লিষ্ট আন্তর্জাতিক বিষয় নিয়েও মতবিনিময় করেছে।

(শুয়েই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040