তাইওয়ান ইস্যুতে প্রতিশ্রুতি মেনে চলতে যুক্তরাষ্ট্রের প্রতি চীনের তাগিদ
  2018-02-09 18:31:01  cri
ফেব্রুয়ারি ৯: 'এক চীন নীতি' হল চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের রাজনৈতিক ভিত্তি। যুক্তরাষ্ট্রের উচিত 'তাইওয়ানের সঙ্গে যোগাযোগের বিল' নিয়ে আর সামনে না-এগুনো এবং সঠিকভাবে তাইওয়ান ইস্যুর সমাধান করা। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কেং শুয়াং আজ (শুক্রবার) এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ-কথা বলেন।

সম্প্রতি মার্কিন সিনেটে 'তাইওয়ানের সঙ্গে যোগাযোগের বিল' গৃহীত হওয়া প্রসঙ্গে কেং শুয়াং আরও বলেন, এ-বিলে যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের মধ্যে উচ্চ পর্যায়ের বিনিময়ের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা বলা হয়েছে, যা 'এক চীন নীতি' ও 'চীন-মার্কিন তিনটি যুক্ত ইশতাহারের' সুস্পষ্ট লঙ্ঘন।

আলোচ্য বিল চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক এবং তাইওয়ান প্রণালীর দু'পারের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও মুখপাত্র হুঁশিয়ার করে দেন। (লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040