জাপানের বিরুদ্ধে 'এক চীন নীতি' লঙ্ঘনের অভিযোগ বেইজিংয়ের
  2018-02-09 18:24:19  cri
ফেব্রুয়ারি ৯: জাপানের বিরুদ্ধে 'এক চীন নীতি' লঙ্ঘনের অভিযোগ তুলেছে বেইজিং। আজ (শুক্রবার) এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কেং শুয়াং বলেন, সম্প্রতি তাইওয়ানে ভূমিকম্প আঘাত হানার পর পাঠানো সমবেদনাবার্তায় জাপান, তাইওয়ানের নেতাদের তথাকথিত 'অফিসিয়াল পদবি' ব্যবহার করেছে, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এতে বেইজিং টোকিওর কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে।

কেং শুয়াং বলেন, জাপানি নেতৃবৃন্দের এই আচরণ 'এক চীন নীতি'র লঙ্ঘন এবং তাইওয়ান ইস্যুতে জাপানের প্রতিশ্রুতিরও পরিপন্থি। এ-অবস্থায় জাপানের উচিত ভুল সংশোধন করা এবং চীন-জাপান সম্পর্ক উন্নয়নে বাধা সৃষ্টিকারী তত্পরতা থেকে বিরত থাকা।

কেং শুয়াং আরও বলেন, চীনের মূল ভূখণ্ড তাইওয়ানের ভূমিকম্পদুর্গত অঞ্চলে প্রয়োজনীয় সাহায্য দিতে প্রস্তুত আছে। (লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040