ইস্তাম্বুলে সিরিয়া ইস্যুতে তুরস্ক-রাশিয়া-ইরান আলোচনা হবে
  2018-02-09 17:42:48  cri
ফেব্রয়ারি ৯: ইস্তাম্বুলে সিরিয়া ইস্যুতে তুরস্ক-রাশিয়া-ইরান আলোচনা অনুষ্ঠিত হবে। তুর্কি প্রেসিডেন্ট রেজেপ তায়িপ এরদোয়ান ও রুশ প্রেসিডেন্ট ভ্রাদিমির পুতিন গতকাল (বৃহস্পতিবার) এক ফোনালাপে এ-ব্যাপারে একমত হন।

ফোনালাপে এরদোয়ান ও পুতিন সিরিয়া পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। এতে ইদলিব ও আফরিনসহ বিভিন্ন অঞ্চলের সর্বশেষ পরিস্থিতির কথা উঠে আসে। সিরিয়া ইস্যুতে আস্‌তানা শান্তি বৈঠকের প্রক্রিয়া নিয়েও মত বিনিময় করেছেন তারা। এ ছাড়া, দু'নেতা ইদলিব প্রদেশে একটি নতুন পর্যবেক্ষণকেন্দ্র নির্মাণ ও সেখানে মানবিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে একমত হন।

ফোনালাপে পুতিনকে ২০ জানুয়ারি থেকে আফরিন অঞ্চলে তুর্কি বাহিনীর আন্তঃসীমান্ত সামরিক অভিযানের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে অবহিত করেন এরদোয়ান। (জিনিয়া/আলিম/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040