যুক্তরাষ্ট্রে চীনা রাষ্ট্রীয় কাউন্সিলার ইয়াং চিয়ে ছি'র সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
  2018-02-09 17:41:20  cri
ফেব্রয়ারি ৯: যুক্তরাষ্ট্রে সফররত সিপিসি'র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার ইয়াং চিয়ে ছি গতকাল (বৃহস্পতিবার) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

বৈঠকে ইয়াং চিয়ে ছি বলেন, গত বছর চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যৌথ নেতৃত্বে দু'দেশের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়। চলতি বছরেও ইতোমধ্যে দু'নেতা বিভিন্ন পদ্ধতিতে মতবিনিময় করেছেন এবং তাদের আলোচনা থেকে নতুন বছরে চীন-মার্কিন সম্পর্ক উন্নয়নের দিক্‌-নির্দেশনা পাওয়া গেছে।

ইয়াং চিয়ে ছি বলেন, দু'দেশ অর্থনৈতিক, বাণিজ্যিক, সামরিক, আইন-শৃঙ্খলা রক্ষা, মাদকপাচার প্রতিরোধ, ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে বিনিময় ও সহযোগিতা আরও উন্নত করবে। কোরিয় উপদ্বীপের পারমাণবিক ইস্যুসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক সমস্যা নিয়েও দু'পক্ষ পারস্পরিক বিনিময় জোরদার করবে এবং গঠনমূলক পদ্ধতির মাধ্যমে মতভেদ নিয়ন্ত্রণ ও স্পর্শকাতর সমস্যা মোকাবিলা করবে।

ইয়াং চিয়ে ছি এ-সময় তাইওয়ানসহ বিভিন্ন ইস্যুতে চীনের অবস্থান পুনরায় তুলে ধরেন এবং আশা করেন যে, যুক্তরাষ্ট্র তার দেশের উদ্বেগ ও স্বার্থকে গুরুত্ব দেবে।

জবাবে টিলারসন বলেন, মার্কিন-চীন সম্পর্ক অনেক গুরুত্বপূর্ণ। বেইজিংয়ে সি-ট্রাম্প বৈঠকের সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন করতে ইচ্ছুক তার দেশ। পারস্পরিক সম্মান ও আস্থার ভিত্তিতে দু'দেশের সম্পর্ক ভবিষ্যতে আরও উন্নত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র 'এক-চীননীতি' মেনে চলবে। (জিনিয়া/আলিম/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040