দেশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জনগণ: মালদ্বীপের প্রেসিডেন্ট
  2018-02-09 15:41:48  cri
ফেব্রুয়ারি ৯: গত বুধবার সন্ধ্যায় মালদ্বীপের প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিন ক্ষমতাসীন পার্টির এক সমাবেশে বলেছেন, দেশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার জনগণের।

প্রেসিডেন্ট অফিস থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, মালদ্বীপ সব জনগণের। দেশের গৌরব ও সুনাম রক্ষা করা প্রতিটি নাগরিকের দায়িত্ব। মালদ্বীপের গৌরব ও সম্মান 'বিক্রয়যোগ্য নয়'

এদিকে দেশটির চলমান পরিস্থিতি নিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কেং শুয়াং বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চীন ও মালদ্বীপ পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে অবকাঠামো ও জীবিকা খাতে সহযোগিতা জোরদার করেছে। চীন-মালদ্বীপ বন্ধুত্বপূর্ণ সহযোগিতা দেশের জনগণের জন্য কল্যাণকর। এটি দুদেশের জনগণের অভিন্ন স্বার্থের সঙ্গে সম্পর্কিত।

(প্রেমা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040