সিউলে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে সি চিন পিংয়ের বিশেষ দূতের সাক্ষাত
  2018-02-09 15:01:23  cri
ফেব্রুয়ারি ৯: চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বিশেষ দূত ও সিপিসি'র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী সদস্য হান চেং, গতকাল (বৃহস্পতিবার) স্থানীয় সময় বিকেলে সিউলে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

বৈঠককালে হান চেং প্রেসিডেন্ট মুন জায়ে-ইনকে চীনা প্রেসিডেন্ট সি'র শুভেচ্ছা পৌঁছে দেন এবং পিয়ংছাং শীতকালীন অলিম্পিক গেমসের সাফল্য কামনা করেন।

তিনি গত বছরের ডিসেম্বরে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সফল চীন সফরের কথা উল্লেখ করে বলেন, চলতি বছরের শুরুর দিকেও দুই প্রেসিডেন্ট ফোনালাপে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুতে সমন্বয় নিয়ে গুরুত্বপূর্ণ মতৈক্যে পৌঁছেছেন।

হান চেং বলেন, চীন দক্ষিণ কোরিয়ার সঙ্গে পারস্পরিক সম্মানের ভিত্তিতে বিভিন্ন পর্যায়ে সংলাপ চালাতে, নানা স্পর্শকাতর সমস্যার সমাধান করতে, পারস্পরিক সমঝোতা ও আস্থা বাড়াতে, এবং সম্মিলিতভাবে দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে কাজ করে যেতে ইচ্ছুক।

হান চেং আরও বলেন, সম্প্রতি কোরীয় উপদ্বীপ পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন ঘটেছে। দুই কোরিয়া পিয়ংছাং শীতকালীন অলিম্পিক গেমসকে কাজে লাগিয়ে, সংলাপ পুনরায় শুরু করবে এবং দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন ঘটাবে বলে চীন আশা করে।

জবাবে প্রেসিডেন্ট মুন জায়ে-ইন পিয়ংছাং শীতকালীন অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে, প্রেসিডেন্ট সি'র বিশেষ দূত হিসেবে আসায়, হান চেংকে ধন্যবাদ জানান। তিনি বলেন, দক্ষিণ কোরিয়া ও চীন একে অপরের গুরুত্বপূর্ণ সুপ্রতিবেশী ও সহযোগিতার অংশীদার। দক্ষিণ কোরিয়া চীনের সঙ্গে বাস্তব সহযোগিতা গভীরতর করতে এবং দু'দেশের কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে আগ্রহী।

(লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040