'আন্তঃসীমান্ত ই-কমার্স উন্নয়নে আন্তর্জাতিক সমাজের সঙ্গে কাজ করছে চীন'
  2018-02-09 14:21:46  cri
ফেব্রুয়ারি ৯: আন্তঃসীমান্ত ই-কমার্স উন্নয়নে নীতিমালা প্রণয়ন এবং বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহারসহ বিভিন্ন ক্ষেত্রে আন্তর্জাতিক সমাজের সঙ্গে কাজ করছে চীন। আজ (শুক্রবার) চীনের রাষ্ট্রীয় শুল্ক প্রশাসনের মহাপরিচালক ইউ কুয়াং চৌ বেইজিংয়ে এ-কথা বলেন।

তিনি বলেন, আন্তঃসীমান্ত ই-কমার্স বাণিজ্যে সংরক্ষণবাদ-বিরোধী এবং অবাধ বাণিজ্যের পক্ষের শক্তি। বর্তমানে চীন বিশ্ব শুল্ক সংস্থার অন্য সদস্যদেশগুলোর সঙ্গে মিলে 'আন্তঃসীমান্ত ই-কমার্সের মানদণ্ড কাঠামো' প্রণয়ন করছে এবং তত্ত্বাবধানের গ্রহণযোগ্য নিয়মনীতি পূর্ণাঙ্গ করে তুলছে।

তিনি আরও বলেন, বর্তমানে চীন ক্লাউড কম্পিউটিং, বিগ ডেটা, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে—শুল্ক বিভাগের তত্ত্বাবধানের মান বাড়াচ্ছে; চোরাচালানসহ নানা আইন লঙ্ঘনমূলক আচরণ দমন করছে; মেধাসত্ত্বকে সুরক্ষা করছে; সন্ত্রাসবাদ প্রতিরোধ করছে; এবং বৈশ্বিক শান্তি সংরক্ষণে ভূমিকা রাখছে। (লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040