চীন-আফ্রিকান ইউনিয়ন সপ্তম কৌশলগত সংলাপ অনুষ্ঠিত
  2018-02-09 14:18:05  cri

ফেব্রুয়ারি ৯: গতকাল (বৃহস্পতিবার) চীন-আফ্রিকান ইউনিয়ন সপ্তম কৌশলগত সংলাপে অংশ নেন বেইজিং সফররত আফ্রিকান ইউনিয়ন (এইউ) কমিটির চেয়ারম্যান মোসা ফাকি ও চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

এ সময় ওয়াং ই বলেন, চীন ও আফ্রিকার উন্নয়নশীল দেশগুলোর মধ্যে ব্যাপক অভিন্ন স্বার্থ, চাহিদা, আদর্শ ও দায়িত্ব রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্ক দ্রুত উন্নত হয়েছে এবং বিভিন্ন খাতে সহযোগিতাও ঘনিষ্ঠ হয়েছে। বিশেষ করে ধারাবাহিক কৌশলগত সহযোগিতামূলক প্রকল্প সুষ্ঠুভাবে এগিয়েছে, যা আফ্রিকার টেকসই উন্নয়নে সহায়তা দিয়েছে।

ওয়াং ই আরো বলেন, এইউকে আফ্রিকার আত্মউন্নয়ন ও একীকরণের পতাকা হিসেবে মনে করে চীন। চীনা প্রেসিডেন্ট সি চিন পিং পরপর চার বছর ধরে এইউ'র শীর্ষসম্মেলনে অভিনন্দবার্তা পাঠিয়েছেন এবং এইউ'র নেতৃত্বকে সমর্থন জানিয়েছেন। আগামী সেপ্টেম্বরে বেইজিংয়ে চীন-আফ্রিকা সহযোগিতা ফোরাম অনুষ্ঠিত হবে। চীনে এই সংস্থার শাখা অফিস খোলার আহ্বান জানিয়েছেন ওয়াং ই।

সংলাপে ফাকি বলেছেন, এইউ ও বিভিন্ন আফ্রিকান দেশ চীনের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয়। দীর্ঘদিন ধরে আফ্রিকার দেশগুলোকে আন্তরিক সহায়তা দিয়েছে বেইজিং। আফ্রিকায় শিল্পপ্রতিষ্ঠান নির্মাণ, শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা, রোগ প্রতিরোধসহ বিভিন্ন খাতে এইউকে সমর্থন দিয়েছে চীন। '২০৬৩ সালের কর্মসূচি' প্রণয়ন করেছে এইউ। এ প্রস্তাবের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো বেশি বেগবান হবে বলে আশা করে ফাকি। ভবিষ্যতে চীনের সাথে বাণিজ্য ও পুঁজি বিনিয়োগ, ব্যক্তি বিনিময় ও বিমান পরিবহনসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আশা করেন ফাকি।

(সুবর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040