আফ্রিকার সবচেয়ে নির্ভরশীল অংশীদার হতে চায় চীন
  2018-02-09 14:14:37  cri
ফেব্রুয়ারি ৯: গতকাল (বৃহস্পতিবার) চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, আফ্রিকার সবচেয়ে নির্ভরশীল অংশীদার হতে চায় চীন। সফররত আফ্রিকান ইউনিয়ন বা এইউ'র চেয়ারম্যান মোসা ফাকির সাথে বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন ওয়াং ই।

তিনি বলেন, চীন-এইউ সপ্তম কৌশলগত সংলাপ সফল হয়েছে এবং ব্যাপক মতৈক্য হয়েছে। দীর্ঘসময়ে দ্বিপক্ষীয় সম্পর্ক উচ্চ মানে উন্নীত হয়েছে এবং তা চীন ও উন্নয়নশীল দেশের সহযোগিতার দৃষ্টান্তে পরিণত হয়েছে।

আফ্রিকান ইউনিয়নের ২০৬৩ সাল নাগাদ কর্মসূচি বাস্তবায়ন করা, সংস্থাটির সংস্কার এবং আফ্রিকায় শান্তি প্রতিষ্ঠায় এইউ'র নেতৃত্বকে সমর্থন দেবে বেইজিং।

দুপক্ষের সহযোগিতা সম্পর্কে ওয়াং ই বলেন, এইউ'র দক্ষতা উন্নয়ন, আফ্রিকায় অবকাঠামো নির্মাণ, নিরাপত্তা ব্যবস্থা, গণস্বাস্থ্য ও রোগ প্রতিরোধ, পর্যটন ও বিমান পরিবহন নেটওয়ার্কসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদার করা হবে।

(সুবর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040