চীনের বিরুদ্ধে মালদ্বীপের সাবেক প্রেসিডেন্টের অভিযোগ ভিত্তিহীন: চীনা মুখপাত্র
  2018-02-08 18:28:02  cri
ফেব্রুয়ারি ৮: অন্য অনেক দেশের মতো চীনও সাহায্যের নামে মালদ্বীপের ভূমি কেড়ে নিচ্ছে বলে সম্প্রতি দেশটির সাবেক প্রেসিডেন্ট মোহামেদ নাশিদ যে-মন্তব্য করেছেন, চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র কেং শুয়াং উক্ত অভিযোগকে 'আজগুবি গল্প' হিসেবেও আখ্যায়িত করেন।

মুখপাত্র বলেন, মালদ্বীপে চীনের সাহায্য-সহযোগিতার সঙ্গে কোনো রাজনৈতিক শর্ত জড়িত নেই। দু'দেশের জনগণের অভিন্ন স্বার্থেই চীন-মালদ্বীপ সহযোগিতা চলছে। এই সহযোগিতার সম্পর্ক পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। চীনের কোনো কর্মকাণ্ড মালদ্বীপের সার্বভৌমত্বের প্রতি হুমকি সৃষ্টি করছে না এবং ভবিষ্যতেও করবে না।

উল্লেখ্য, নাশিদ সম্প্রতি গণমাধ্যমে এক প্রবন্ধে লিখেছেন: প্রেসিডেন্ট আব্দুল্লা ইয়ামিন অব্যাহতভাবে নিজের ধনসম্পদ বৃদ্ধির প্রক্রিয়ায় মালদ্বীপের সার্বভৌমত্ব বিক্রয় করে আসছেন। চীনসহ অনেক বিদেশি শক্তি মালদ্বীপের ভূমি কেড়ে নেওয়ার প্রক্রিয়ায় অংশ নিচ্ছে। এর মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ অবকাঠামো ও গণস্থাপনা। (লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040