কোরীয় উপদ্বীপের সংলাপ অবশ্যই পুনরায় শুরু হবে: ওয়াং ই
  2018-02-08 18:26:15  cri
ফেব্রয়ারি ৮: কোরীয় উপদ্বীপের সংলাপ অবশ্যই আবারও শুরু হবে। আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে চীন-আসিয়ান সপ্তম কৌশলগত সংলাপশেষে এক সাংবাদিক সম্মেলনে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এ-মন্তব্য করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সম্প্রতি পিয়ংছাং শীতকালীন অলিম্পিক গেমসকে কেন্দ্র করে দুই কোরিয়ার মধ্যে ইতিবাচক যোগাযোগ হয়েছে। এতে কোরীয় উপদ্বীপের বৃহত্তম সুপ্রতিবেশী দেশ হিসেবে চীনের সমর্থন রয়েছে। আশা করি, দুই কোরিয়ার ঘনিষ্ঠ যোগাযোগ অব্যাহত থাকবে এবং সংলাপ পুনরায় শুরু হবে।

তিনি আরও বলেন, পুনরায় সংলাপ শুরুর জন্য সংশ্লিষ্ট সকল পক্ষকেই চেষ্টা করতে হবে। চীন আশা করে, সংশ্লিষ্ট দেশগুলো জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুসরণ করে যাবে এবং পরিস্থিতির অবনতি ঘটাতে পারে—এমন তত্পরতা থেকে বিরত থাকবে। (জিনিয়া/আলিম/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040