জানুয়ারি মাসে চীনের বৈদেশিক বাণিজ্য বেড়েছে ১৬ শতাংশ
  2018-02-08 18:24:04  cri

ফেব্রয়ারি ৮: চলতি বছরের জানুয়ারি মাসে চীনের আমদানি-রফতানি বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ২.৫ ট্রিলিয়ন ইউয়ান, যা আগের বছরের একই সময়ের চেয়ে ১৬ শতাংশ বেশি। জানুয়ারিতে চীন আমদানি করেছে ১.২ ট্রিলিয়ন ইউয়ান মূল্যের পণ্য। চীনের শুল্ক বিভাগ আজ (বৃহস্পতিবার) এ-তথ্য জানিয়েছে।

শুল্ক বিভাগের পরিসংখ্যান অনুসারে, ইউরোপ, যুক্তরাষ্ট্র, জাপান, ও আসিয়ানের সঙ্গে চীনের বাণিজ্য জানুয়ারিতে বেড়েছে। আর 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগসংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে চীনের আমদানি ও রফতানি বাণিজ্য বেড়েছে বেশি।

এ-সময় ব্যক্তি-মালিকানাধীন শিল্প-প্রতিষ্ঠান, বিদেশি পুঁজির শিল্পপ্রতিষ্ঠান এবং রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানগুলোর রফতানি বেড়েছে। তবে বস্ত্রশিল্প ও বিভিন্ন ঐতিহ্যবাহী শ্রমঘন শিল্পের রফতানি জানুয়ারিতে তুলনামূলকভাবে কমেছে। (জিনিয়া/আলিম/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040