জানুয়ারি পর্যন্ত চীনের বৈদেশিক মুদ্রার মজুদ টানা ১২ মাস ধরে বেড়েছে
  2018-02-08 13:51:50  cri
ফেব্রুয়ারি ৮: চলতি বছরের জানুয়ারির শেষ দিক পর্যন্ত, চীনের বৈদেশিক মুদ্রার মজুদ ছিল প্রায় ৩.১৬ ট্রিলিয়ন মার্কিন ডলার, যা ২০১৭ সালের ডিসেম্বরের শেষ দিকের চেয়ে ২১.৫ বিলিয়ন ডলার বেশি। প্রবৃদ্ধির হার ০.৬৮ শতাংশ। এ-নিয়ে চীনের বৈদেশিক মুদ্রার মজুদ টানা ১২টি মাস ধরে বাড়লো। গতকাল (বুধবার) চীনা গণব্যাংক প্রকাশিত এক পরিসংখ্যান থেকে এ-তথ্য পাওয়া গেছে।

চীনের জাতীয় বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা ব্যুরোর সংশ্লিষ্ট দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, উক্ত সময়কালে আন্তঃসীমান্ত মূলধন প্রবাহ এবং দেশি-বিদেশি প্রধান বাণিজ্যিক ফ্যাক্টরগুলো স্থিতিশীল ছিল বিধায় চীনের বৈদেশিক মুদ্রার মজুদ ক্রমশ বেড়েছে। তা ছাড়া, অন্যান্য অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অর্থনৈতিক ও আর্থিক ফ্যাক্টরগুলোও চীনের বৈদেশিক মুদ্রার মজুদ স্থিতিশীল রাখার ক্ষেত্রে ভূমিকা রেখেছে। (লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040