পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো ভারত
  2018-02-08 13:47:46  cri
ফেব্রুয়ারি ৮: পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম 'পৃথ্বী-২' ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। গতকাল (বুধবার) ওডিসায় এই পরীক্ষা চালানো হয়।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিজস্ব প্রযুক্তিতে তৈরি ও ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রটির পাল্লা ৩৫০ কিলোমিটার এবং এটি ৫০০ থেকে ১০০০ কেজি ওজনের পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম।

এর আগের দিন মঙ্গলবার ভারত আব্দুল কালাম দ্বীপ থেকে অগ্নি-১ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায়। তারও আগে, গত ১৮ জানুয়ারি, ভারত অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছিল। (লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040