চীনের রাষ্ট্রীয় পরিষদের নিয়মিত সম্মেলনে সভাপতি লি খ্য ছিয়াং
  2018-02-08 11:14:35  cri
ফেব্রুয়ারি ৮: গতকাল (বুধবার) চীনের রাষ্ট্রীয় পরিষদের নিয়মিত সম্মেলনে সভাপতিত্ব করেছেন চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং। এতে জাতীয় গণকংগ্রেসের প্রতিনিধি ও গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনের সদস্যদের প্রস্তাব শোনেন তিনি। সম্মেলনে সরকারি কাজের মানোন্নয়ন ও ঝুঁকি এড়ানো প্রসঙ্গে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রতি বছর সিপিপিসিসি ও এপিসি'র প্রস্তাব শোনে রাষ্ট্রীয় পরিষদ। গত ৫ বছরে বিভিন্ন বিভাগ ব্যবস্থা গ্রহণ ও নব্যতাপ্রবর্তনের মাধ্যমে মোট ৫৮৭৭৩টি প্রস্তাবের আলোকে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। প্রতিনিধিদের প্রস্তাব ও পরামর্শগুলো সংস্কার জোরদার ও জনস্বার্থের সঙ্গে জড়িত। শিগগিরি ২০১৮ সালের দুই অধিবেশন শুরু হবে। তাই বিভিন্ন বিভাগের উচিত নতুন পর্যায়ের প্রতিনিধি ও সদস্যদের প্রস্তাব করা, পরামর্শকে গুরুত্ব দেওয়া এবং দায়িত্বশীল মনোভাব নিয়ে সরকারি কাজের মানোন্নয়ন করা। নতুনভাবে প্রতিনিধি ও সদস্যদের সঙ্গে পরামর্শের ব্যবস্থা নেওয়া, মতামত সংগ্রহ করা, ওয়েবসাইট ও নিউ মিডিয়ার মাধ্যমে এর ফলাফল প্রকাশ করা এবং বাস্তব পদক্ষেপ নিয়ে জনগণের আস্থা অর্জনের কথা বলে লি।

সম্মেলনে সিপিসি'র ঊনবিংশ জাতীয় কংগ্রেসের চিন্তাধারা ও কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক কর্ম সম্মেলনের চেতনা বাস্তবায়ন করার কথা বলা হয় ও প্রাসঙ্গিক প্রস্তাব দেওয়া হয়।

(সুবর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040