ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার প্রক্রিয়া শুরু করল ফিলিস্তিন
  2018-02-07 18:36:06  cri
ফেব্রুয়ারি ৭: ইসরাইলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার প্রক্রিয়া শুরু করেছে ফিলিস্তিন সরকার। গতকাল (মঙ্গলবার) সরকার একটি মন্ত্রী পর্যায়ের কমিটি গঠনের ঘোষণা দিয়েছে। প্রস্তাবিত এ-কমিটির মূল কাজ হবে, ফিলিস্তিন সরকারকে তত্ত্বাবধান করে, ইসরাইলের সঙ্গে রাজনীতি, অর্থনীতি ও নিরাপত্তা ক্ষেত্রের যোগাযোগ বন্ধ করা।

ফিলিস্তিন সরকারের পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটির বিস্তারিত কর্মপদ্ধতি নিয়ে কাজ শুরু হয়েছ। পাশাপাশি, আরেকটি কমিটি গঠনের সিদ্ধান্তও হয়েছে। দ্বিতীয় কমিটির প্রধান কাজ হবে, ইসরাইলি মুদ্রার পরিবর্তনে অন্য মুদ্রার প্রচলন করা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, রাজনীতি ও অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে ফিলিস্তিনকে ইসরাইলের নিয়ন্ত্রণমুক্ত করা হবে। এতে আরব ইসলামি দেশসমূহ এবং ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশের সঙ্গে ফিলিস্তিনের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার সুযোগ সৃষ্টি হবে। (জিনিয়া/আলিম/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040