চীনের গ্রামাঞ্চলে সড়কের মোট দৈর্ঘ্য ৪০ লাখ কিলোমিটার
  2018-02-07 18:33:49  cri
ফেব্রুয়ারি ৭: বর্তমানে চীনের গ্রামাঞ্চলে সড়কের মোট দৈর্ঘ্য ৩৯.৬ লাখ কিলোমিটারে পৌঁছেছে। এখন ৯৯ শতাংশেরও বেশি জেলা ও উপজেলায় সড়ক আছে এবং যাত্রীবাহী বাস চলাচল করে। চীনের পরিবহনমন্ত্রী লি সিও পোং আজ (বুধবার) বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ-তথ্য জানান।

তিনি বলেন, পরিবহন-সমস্যা বরাবই চীনের গ্রামাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের পথে একটি বড় বাধা ছিল। গ্রামাঞ্চলে সড়ক-নির্মাণ কৃষকদের দারিদ্র্যমুক্তি এবং ধনী হওয়ার প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশও বটে। তাই সাম্প্রতিক বছরগুলোতে চীনের গ্রামাঞ্চলে রাস্তাঘাট নির্মাণ ও সংস্কারের ওপর অধিক গুরুত্বারোপ করা হয়েছে।

মন্ত্রী আরও বলেন, বিগত ৫ বছরে চীনের গ্রামাঞ্চলে নতুন করে নির্মিত সড়কের দৈর্ঘ্য ১২.৭ লাখ কিলোমিটার ছাড়িয়ে গেছে। গ্রামাঞ্চলের সড়ক নির্মাণকাজ দ্রুত গতিতে সামনে এগিয়ে যাওয়ায়, কোনো কোনো সড়কের গুণগত মান সন্তোষজনক হয়নি। পরবর্তী কালে, এ-সব দিকে নজর রাখা হবে এবং সড়ক সুরক্ষা-ব্যবস্থা গড়ে তোলা হবে। (লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040