মালদ্বীপের সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন করা উচিত: চীনা মুখপাত্র
  2018-02-07 18:27:07  cri
ফেব্রুয়ারি ৭: বর্তমানে মালদ্বীপে যা ঘটছে, তা দেশটির অভ্যন্তরীণ ব্যাপার। তাই মালদ্বীপের বিভিন্ন পক্ষের উচিত সংলাপের মাধ্যমে সঠিকভাবে এ-সমস্যার সমাধান করা। আজ (বুধবার) বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কেং শুয়াং এ-মন্তব্য করেন।

মুখপাত্র আরও বলেন, আন্তর্জাতিক সমাজের উচিত মালদ্বীপের সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শনের ভিত্তিতে গঠনমূলক ভূমিকা পালন করা এবং পরিস্থিতিকে জটিলতর করতে পারে—এমন তত্পরতা থেকে বিরত থাকা।

উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি মালদ্বীপের সরকার দেশে জরুরি অবস্থা জারির পর দেশটির বিরোধীদল মালে সরকারের ওপর চাপ প্রয়োগ করতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানায়। কোনো কোনো মহল থেকে ভারতকে দেশটিতে সামরিক হস্তক্ষেপ চালানোর অনুরোধও জানানো হয়েছে। এ-প্রেক্ষাপটেই চীনা মুখপাত্র ওই মন্তব্য করলেন। (লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040