চীন-রাশিয়া বিনিময় বর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে চীনা ও রুশ প্রেসিডেন্টদ্বয়ের অভিনন্দনবাণী
  2018-02-07 18:22:50  cri
ফেব্রুয়ারি ৭: চীনা প্রেসিডেন্ট সি চিন পিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ (বুধবার) আলাদাভাবে রুশ-চীনা আঞ্চলিক সহযোগিতা ও বিনিময়-বর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে অভিনন্দনবাণী পাঠান।

বাণীতে প্রেসিডেন্ট সি বলেন, চীন ও রাশিয়ার জনগণ বংশপরম্পরায় পরস্পরের সুপ্রতিবেশী। দু'দেশের মৈত্রীও সুদীর্ঘকালের। আঞ্চলিক পর্যায় হল দু'দেশের সার্বিক সহযোগিতার গুরুত্বপূর্ণ ক্ষেত্র। তাই ২০১৮ ও ২০১৯ সালকে 'চীন-রাশিয়া আঞ্চলিক সহযোগিতা ও বিনিময় বর্ষ' হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এই কার্যক্রম দু'দেশের আঞ্চলিক সহযোগিতায় উদ্দীপনা সৃষ্টি করবে, দু'দেশের সহযোগিতার সুপ্ত শক্তিকে জাগিয়ে তুলবে এবং দু'দেশের সম্পর্কের স্থায়ী ও স্থিতিশীল উন্নয়নে আরও শক্তিশালী চালিকাশক্তি যোগাবে ।

অভিনন্দনবাণীতে পুতিন বলেন, রাশিয়া ও চীনের সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ক দ্রুত গতিতে সামনে এগিয়ে যাচ্ছে। দু'দেশের সহযোগিতার আওতা অবহ্যাতভাবে সম্প্রসারিত হচ্ছে এবং সহযোগিতার ক্ষেত্রেও বৈচিত্র্য আসছে। দু'পক্ষ আঞ্চলিক সহযোগিতা ও বিনিময় বর্ষের কাঠামোয় শতাধিক কর্মতত্পরতার আয়োজন করবে বলেও তিনি বাণীতে উল্লেখ করেন। (লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040