ভারতে ফেনোক্সিবেঞ্জাল ডিহাইড-এর বিরুদ্ধে অ্যান্টি-ডাম্পিং ব্যবস্থা গ্রহণ করবে চীন
  2018-02-07 14:37:30  cri
ফেব্রুয়ারি ৭: ভারতের ফেনোক্সিবেঞ্জাল ডিহাইড-এর বিরুদ্ধে সাময়িকভাবে অ্যান্টি-ডাম্পিং ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে চীন। পণ্যটির বিরুদ্ধে ডাম্পিংয়ের অভিযোগ তদন্তের পর এ-সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আজ (বুধবার) চীনের বাণিজ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক ইশতাহারে জানানো হয়

তদন্তে প্রমাণিত হয়েছে যে, ভারত ফেনোক্সিবেঞ্জাল ডিহাইড রফতানির ক্ষেত্রে ভর্তুকি ও অন্যান্য সুযোগ-সুবিধা দিচ্ছে, যা চীনের সংশ্লিষ্ট শিল্প-প্রতিষ্ঠানগুলোকে ক্ষতিগ্রস্ত করছে। তাই ৮ই ফেব্রুয়ারি থেকে চীনা ব্যবসায়ীদের ভারত থেকে ফেনোক্সিবেঞ্জাল ডিহাইড আমদানির সময় চীনের শুল্ক বিভাগকে নির্ধারিত হারে অ্যান্টি-ডাম্পিং কর দিতে হবে।

উল্লেখ্য, ফেনোক্সিবেঞ্জাল ডিহাইড কীটনাশক তৈরিতে কাজে লাগে। (লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040