চীনের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে প্রেসিডেন্ট সি চিন পিং; সহযোগিতার পরামর্শ
  2018-02-07 11:05:16  cri

ফেব্রুয়ারি ৭: চীনের আসন্ন বসন্ত উত্সব উপলক্ষ্যে গতকাল (মঙ্গলবার) বেইজিংয়ের মহা-গণভবনে বিভিন্ন রাজনৈতিক পার্টির সদস্য, চীনের বাণিজ্য ও শিল্প ফেডারেশনের দায়িত্বশীল কর্মকর্তা ও নির্দলীয় প্রতিনিধিদের সঙ্গে সেমিনারে অংশ নেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। তিনি বসন্ত উত্সবের আন্তরিক শুভেচ্ছা বিনিময় করেন ও নতুন বছরের শুভকামনা জানান। এ সময় দলগুলোকে পারস্পরিক সহযোগিতার পরামর্শ দেন প্রেসিডেন্ট সি।

তিনি জোর দিয়ে বলেছেন, চীনা বৈশিষ্ট্যপূর্ণ সমাজতন্ত্র নতুন যুগে প্রবেশ করেছে। তাই বিভিন্ন রাজনৈতিক পার্টির মধ্যে সহযোগিতার নতুন ধারণা সৃষ্টি করা, চিন্তাধারায় মতৈক্যে অর্জন করা এবং সিপিসি ও চীনা বৈশিষ্ট্যপূর্ণ সমাজতন্ত্রকে রাজনৈতিক স্বীকৃতি দেওয়া উচিত, যাতে নতুন যুগে সব রাজনৈতিক দলের মধ্যে সহযোগিতা জোরদার হয়।

বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা সিপিসি'র ঊনবিংশ জাতীয় কংগ্রেসের চিন্তাধারা এবং নতুন যুগে সি চিন পিংয়ের উত্থাপিত চীনা বৈশিষ্ট্যপূর্ণ সমাজতান্ত্রিক চিন্তা গভীরভাবে উপলব্ধি করেছে বলে মন্তব্য করেছেন।

সেমিনারে সবার বক্তব্য শোনেন প্রেসিডেন্ট সি। এরপর তিনি বলেন, চীনের ঐতিহ্যিক বসন্ত উত্সবে পারিবারিক মিলন অনেক আনন্দের ব্যাপার। ২০১৭ সাল সিপিসি ও চীনের রাষ্ট্রীয় উন্নয়নের একটি মাইলফলক। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের সহযোগিতায় গুরুত্বপূর্ণ সাফল্য অর্জিত হয়েছে। চলতি বছর সিপিসি'র ঊনবিংশ জাতীয় কংগ্রেসের পর প্রথম বছর। চীনের সচ্ছল সমাজ গড়ে তোলা এবং ত্রয়োদশ পাঁচসালা পরিকল্পনার সন্ধিক্ষণ। নতুন যুগে চীনা বৈশিষ্ট্যপূর্ণ সমাজতন্ত্র বিভিন্ন রাজনৈতিক পার্টির সহযোগিতায় আরো বিস্তৃত সুযোগ দিয়েছে। সবার যৌথ প্রয়াসে বড় ঝুঁকি এড়ানো, দারিদ্র্য বিমোচন জোরদার ও দূষণ প্রতিরোধ হবে বলে আশা করেন সি। এভাবে সংস্কার কাজের বিভিন্ন সমস্যা সমাধান হবে এবং সচ্ছল সমাজ গড়ে ওঠার সুষ্ঠু পরিবেশ তৈরি হবে বলে মনে করেন সি।

(সুবর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040