রাসায়নিক অস্ত্র প্রশ্নে সিরিয়ায় নতুন করে তদন্ত শুরুর পক্ষে চীন: জাতিসংঘে উ হাই থাও
  2018-02-06 19:34:32  cri
ফেব্রয়ারি ৬: রাসায়নিক অস্ত্র প্রশ্নে সিরিয়ায় নতুন করে তদন্ত শুরু করার পক্ষে আছে চীন। গতকাল (সোমবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্রবিষয়ক এক সভায় জাতিসংঘে চীনের স্থায়ী উপ-প্রতিনিধি উ হাই থাও এ-কথা বলেন।

উ হাই থাও বলেন, সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংসের কাজের অগ্রগতিকে তার দেশ স্বাগত জানায়। পাশাপাশি, এ-কথাও সত্য যে, রাসায়নিক অস্ত্রের ফলে সিরীয় জনগণ অনেক ভোগান্তির শিকার হয়েছে। রাসায়নিক অস্ত্রের কোনো ধরনের ব্যবহারই গ্রহণযোগ্য নয়।

তিনি আশা করেন, রাশিয়ার প্রস্তাব অনুসারে, নিরাপত্তা পরিষদের সদস্যরাষ্ট্রগুলো গঠনমূলক আলোচনার মাধ্যমে যত দ্রুত সম্ভব, সিরিয়ায় রাসায়নিক অস্ত্রবিষয়ক নতুন তদন্ত-কার্যক্রম শুরুর ব্যাপারে মতৈক্যে পৌছাবে।

উ হাই থাও জোর দিয়ে বলেন, রাসায়নিক অস্ত্রের প্রশ্নে চীনের অবস্থান বরাবরই স্পষ্ট। কোনো দেশ, সংস্থা বা ব্যক্তির কোনো কারণেই রাসায়নিক অস্ত্র ব্যবহার করা উচিত নয়। চীন এর দৃঢ় বিরোধী। (জিনিয়া/আলিম/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040