পিয়ংছাং শীতকালীন অলিম্পিক গেমসের প্রস্তুতিমূলক কাজ শেষ
  2018-02-06 15:56:02  cri
ফেব্রুয়ারি ৬: দক্ষিণ কোরিয়ার পিয়ংছাং-এ অনুষ্ঠেয় শীতকালীন অলিম্পিক গেমসের বিভিন্ন প্রস্তুতিমূলক কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে। দক্ষিণ কোরিয়া বিশ্বকে অতি চমত্কার ও শান্তিপূর্ণ অলিম্পিক গেমস উপহার দেওয়ার চেষ্টা করবে। গেমসের সাংগঠনিক কমিটির চেয়ারম্যান লি হি বিওম আজ (মঙ্গলবার) সিউলে এক প্রেস ব্রিফিংয়ে এ-সব কথা বলেন।

তিনি বলেন, বিভিন্ন দেশের ক্রীড়া-প্রতিনিধিদলগুলো আসতে শুরু করেছে। কোনো কোনো দল অনুশীলনও করছে। অলিম্পিক গেমসের মিডিয়া-কাভারেজ ও নিরাপত্তাসংশ্লিষ্ট সকল কাজও সম্পন্ন হয়েছে। এখন আমরা অধীর আগ্রহ নিয়ে গেমস উদ্বোধনের অপেক্ষায় আছি।

উল্লেখ্য, পিয়ংছাং শীতকালীন অলিম্পিক গেমসে ৯২টি দেশ ও অঞ্চলের ২৯২৫ জন ক্রীড়াবিদ অংশ নিচ্ছেন। গেমস আয়োজনে ৫৫,৬৮৪ জন কর্মী ও স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হয়েছে। (লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040