তিন বছরের মধ্যে গ্রামীণ পরিবেশ উন্নয়নের পরিকল্পনা নিয়েছে চীন সরকার
  2018-02-06 15:08:34  cri
বর্তমান চীনে 'সুন্দর গ্রাম' নির্মাণকাজ সক্রিয়ভাবে চলছে। গ্রামীণ অধ্যুষিত পরিবেশ উন্নয়ন করতে গতকাল (সোমবার) কেন্দ্রীয় সরকারের এক দলিলপত্র প্রকাশিত হয়েছে। দলিলপত্রে বলা হয়, ২০২০ সাল নাগাদ গ্রামীণ অধিবাসী অধ্যুষিত পরিবেশ ব্যাপকভাবে উন্নত হবে, গ্রামীণ পরিবেশ দূষণমুক্ত ও সুশৃঙ্খল থাকবে এবং কৃষকের স্বাস্থ্য সচেতনতা বাড়াবে। আজকের সংবাদ পর্যালোচনায় আমরা এ বিষয় নিয়ে আলোচনা করবো।

চীনের কমিউনিস্ট পার্টি সিপিসি'র কেন্দ্রীয় কার্যালয় ও রাষ্ট্রীয় পরিষদের কার্যালয়ের যৌথ উদ্যোগে এই দলিলপত্র প্রকাশিত হয়। চীনা গ্রামীণ অধিবাসী অধ্যুষিত পরিবেশ উন্নয়নের বিষয়টি দলিলপত্রে উল্লেখ করা হয়। সাম্প্রতিক বছরগুলোতে চীনা গ্রামীণ অধিবাসী অধ্যুষিত পরিবেশ সংক্রান্ত নির্মাণকাজে কিছু অগ্রগতি অর্জিত হলেও গ্রামীণ পরিবেশ পরিস্থিতিতে কিছুটা ভারসাম্যহীনতা রয়েছে। নোংরা, বিশৃঙ্খল ও দুর্বল বিষয় কিছু অঞ্চলে দেখা যায়। এই উল্লেখিত সমস্যাগুলো সমাধান করতে এবারের দলিলপত্র ভূমিকা পালন করবে।

গ্রামীণ পরিবেশ ব্যবস্থাপনায় দলিলপত্রে তিনটি বিষয় তুলে ধরা হয়েছে। গ্রামের আবর্জনা, দূষিত পানি ব্যবস্থাপনা ও গ্রামের চেহারা উন্নয়ন। চীনের সামাজিক বিজ্ঞান একাডেমির গবেষক লি কুও সিয়াং মনে করেন, এই তিনটি বিষয় গ্রামীণ পরিবেশ সমস্যায় বেশি দেখা যায়। এ সম্পর্কে তিনি বলেন

'গ্রামের আবর্জনার মধ্যে বিশাল পরিমানের অংশ পরিষ্কার করা হয়নি। কিছু কিছু অঞ্চলে পরিষ্কারকাজ এখন তেমন ভালভাবে চলছে না। সুতরাং, কীভাবে আবর্জনা সমস্যা সমাধান করা যায় এটি হচ্ছে গ্রামীণ পরিবেশ ব্যবস্থাপনার এক গুরুত্বপূর্ণ অংশ। গ্রামীণ দূষিত পানি সম্পর্কে বিশেষ করে গ্রামে নিত্যদিনের জীবন যাপনের দূষিত পানির মোকাবিলায় অনেক অঞ্চলে সংশ্লিষ্ট পদ্ধতি তৈরী করা হয়নি। গ্রামের চেহারা উন্নয়নে সরকারের সমর্থন দরকার'।

এ সমস্যাগুলোর মধ্যে গ্রামের আবর্জনা পরিষ্কার বিভিন্ন মোকাবিলা কার্যক্রমে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সিং হুয়া বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিভাগের অধ্যাপক লিউ চিয়ান কুও বলেন, বর্তমানে কিছু উন্নত অঞ্চল ছাড়া চীনে সংখ্যাগরিষ্ঠ গ্রামে আবর্জনা পরিষ্কারকাজ প্রাথমিক পর্যায়ে রয়েছে। গ্রামীণ পরিবেশের ওপর বিশাল প্রভাব ফেলে এ আবর্জনা সমস্যা। সংশ্লিষ্ট মোকাবিলার প্রক্রিয়ায় না এসে আবর্জনা পানি ও জমির ওপর প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব ফেলে ।

দলিলপত্রে বলা হয়, গ্রামের বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং আবর্জনা পরিষ্কার সংক্রান্ত বহুমুখী পদ্ধতি গড়ে তুলতে হবে। অধ্যাপক লিউ চিয়ান কুও বলেন, গ্রামের বাস্তবতার ভিত্তিতে গ্রামের আবর্জনা সমস্যা সমাধান করা উচিত। এ সম্পর্কে তিনি বলেন

'এই ব্যাপারে অর্থের নিশ্চয়তা দরকার। কারণ এই কাজে সংশ্লিষ্ট পরিমাণ অর্থ ব্যয় করা উচিত। এই প্রক্রিয়ায় পেশাগতভাবে দক্ষ মানুষও থাকতে হবে। না হলে কাজটা অব্যাহতভাবে চালানো সম্ভব না'।

চীন একটা বড় দেশ, আয়তন বিশাল। তবে ভিন্ন অঞ্চলের অবস্থা ভিন্ন এবং ব্যবধানও অনেক। আবর্জনা পরিষ্কার করায় বিভিন্ন অঞ্চলের জন্য বিভিন্ন সময় তালিকা নির্ধারণ করেছে কেন্দ্রীয় সরকার। ২০২০ সাল নাগাদ, পূর্ব ও মধ্য পশ্চিমাঞ্চলে গ্রামীণ অধ্যুষিত পরিবেশের গুণগত মান সার্বিকভাবে উন্নত হবে। ভাল ভিত্তি থাকার কারণে মধ্য পশ্চিমাঞ্চলের মানুষের জন্য অধুষিত পরিবেশ ব্যাপকভাবে উন্নত হবে। যখন ৯০ শতাংশ গ্রামের আবর্জনা পরিষ্কার করা সম্ভব হবে এবং পরিষ্কার টয়েলেট থাকার হার ৮৫ শতাংশ হবে।

চীনের সামাজিক বিজ্ঞান একাডেমির গবেষক লি কুও সিয়াং প্রস্তাব করেন যে, মধ্য পশ্চিমাঞ্চলের গ্রামীণ পরিবেশ উন্নয়নে সরকারের সমর্থন বাড়ানো দরকার। এ সম্পর্কে তিনি বলেন

'গ্রামীণ পরিবেশ ব্যবস্থাপনাকে বেশি গুরুত্বারোপ করতে হবে চীন সরকারের। সরকারের উচিত কেন্দ্রীয় অর্থ দেয়ার ক্ষেত্র আরও সম্প্রসারণ করা। অর্থ কাজে লাগতে হলে আমাদের বিভিন্ন লক্ষ্য বাস্তবায়ন করতে হবে'।

(ওয়াং হাইমান/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040