চীনের বসন্ত উত্সব উপলক্ষ্যে বিদেশি বিশেষজ্ঞদের আলোচনাসভায় প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং
  2018-02-06 11:00:11  cri

 

ফেব্রুয়ারি ৬: চীনের ঐতিহ্যবাহী বসন্ত উত্সব উপলক্ষ্যে চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং গতকাল (সোমবার) বিকেলে মহা-গণভবনে চীনে কর্মরত বেশ কয়েকজন বিদেশি-বিশেষজ্ঞের সঙ্গে আলোচনাসভায় যোগ দিয়েছেন।

এ সময় লি খ্য ছিয়াং চীনে কর্মরত সব বিদেশি বিশেষজ্ঞকে বসন্ত উত্সবের আন্তরিক শুভেচ্ছা জানান।

নোবেল অর্থনীতি পুরস্কারপ্রাপ্ত মিন চিয়াং ইন্সটিটিউটের সিন হুয়াতু বাণিজ্য বিভাগের পরিচালক এডমান্ড ফেলপ্‌স, জার্মান ইঞ্জিনিয়ারিং কলেজ ও থোং চি বিশ্ববিদ্যালয়ের চীন-জার্মান অগ্রসর প্রক্রিয়াজাত কেন্দ্রের পরিচালক জুয়েগান ফ্লেইসচারসহ বেশ কয়েকজন বিশেষজ্ঞ চীনা অর্থনীতির রূপান্তর, শিক্ষা সংস্কার, আন্তর্জাতিকায়ন, দক্ষ জনশক্তি লালন এবং পরিবেশ সুরক্ষাসহ নানা বিষয়ে মতামত ও পরামর্শ দেন। লি খ্য ছিয়াং তাদের কথা শোনেন।

এ সময় প্রধানমন্ত্রী লি বলেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও সিপিসি'র কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে গত বছর চীনের অর্থনীতির স্থিতিশীল প্রবৃদ্ধি হয়েছে, যা আগের পূর্বাভাসের তুলনায় ভালো। চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির ৬.৯ শতাংশ ছাড়িয়েছে। যা গত ৭ বছরের মধ্যে প্রথম বৃদ্ধি। বিশ্বের আর্থিক প্রবৃদ্ধিতে এককভাবে ৩০ শতাংশের বেশি অবদান রেখেছে চীন।

লি খ্য ছিয়াং আরও বলেন, চলতি বছর চীনের সংস্কার ও উন্মুক্তকরণ নীতি প্রবর্তনের ৪০ বছর পূর্তি। সবার উচিত এ সুযোগে সংস্কার গভীর করা এবং সার্বিক উন্মুক্ত কাঠামো গড়ে তোলা।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040