ইসরাইলি মুদ্রা ব্যবহার বন্ধের আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনি কর্মকর্তা
  2018-02-06 10:54:23  cri
ফেব্রুয়ারি ৬: ইসরাইলি মুদ্রা ব্যবহার বন্ধে ফিলিস্তিনি মুক্তি সংস্থার (পিএলও) গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন ফিলিস্তিন উন্নয়ন ও পুনর্গঠন অর্থনৈতিক কমিটির চেয়ারম্যান মোহামেদ ইশতেয়াহ্। গতকাল (সোমবার) এ আহ্বান জানান তিনি। এতে করে, ধাপে ধাপে আর্থিক নির্ভরশীলতা কাটিয়ে ওঠা যাবে বলে মনে করেন তিনি।

তিনি বলেন, ফিলিস্তিনের নিজস্ব মুদ্রা না থাকায় স্থানীয় অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ইসরাইলের ওপর নির্ভরশীলতা বেড়ে গেছে। অন্য মুদ্রা প্রচলন করে ইসরাইলি ফাঁদ এড়ানোর আহ্বান জানান এই কর্মকর্তা।

তিনি বলেন, এই লক্ষ্যমাত্রা বাস্তবায়নে ধারাবাহিক ব্যবস্থা নিতে হবে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ফিলিস্তিনের উত্পাদন ক্ষমতা বাড়ানো। বিশেষ করে, কৃষি ও শিল্প খাতে জোর দেওয়া, যাতে ইসরাইলি পণ্য বয়কট করা যায়।

উল্লেখ্য, ৩ ফেব্রুয়ারি পিএলও'র নির্বাহী কমিটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়। সংস্থাটি ফিলিস্তিন সরকারকে অবিলম্বে ১৯৬৭ সালের সীমান্তরেখার ভিত্তিতে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া, পূর্ব জেরুসালেম দখলমুক্ত করা এবং জর্দান নদীর পশ্চিম তীরে ইহুদী বসতি নির্মাণ বন্ধ না করা পর্যন্ত রাজনীতি, প্রশাসন, অর্থনীতি ও নিরাপত্তা ইস্যুতে ইসরাইলের সঙ্গে যোগাযোগ বন্ধের তাগিদ দিয়েছে।

(সুবর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040