'উত্তর কোরিয়ার উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলকে সিউলে স্বাগত জানানো হবে'
  2018-02-05 19:33:13  cri
ফেব্রয়ারি ৫: দক্ষিণ কোরিয়ার পিয়ংছাং শীতকালীন অলিম্পিক গেমস্‌-এ অংশগ্রহণ করতে আগামী শুক্রবার সিউল পৌঁছাবে উত্তর কোরিয়ার সর্বোচ্চ গণ-পরিষদের প্রেসিডিয়ামের সভাপতি কিম ইয়ং-নামের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল। দলটিকে দক্ষিণ কোরিয়ায় উষ্ণ অভ্যর্থনা জানানো হবে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টভবনের একজন মুখপাত্র আজ (রোববার) এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ-তথ্য জানান।

মুখপাত্র বলেন, শীতকালীন অলিম্পিক গেমসের স্বাগতিক দেশ হিসেবে, পিয়ংইয়ংয়ের প্রতিনিধিদলটিকে আন্তরিকভাবে স্বাগত জানাবে সিউল। পাশাপাশি, দু'পক্ষের সরকারি কর্মকর্তা পর্যায়ের প্রস্তাবিত সংলাপের প্রস্তুতিও নেওয়া হবে।

উল্লেখ্য, গত ৯ জানুয়ারি দু'ই কোরিয়া পানমুনজনে উচ্চ পর্যায়ের সংলাপশেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে, শীতকালীন অলিম্পিক গেমস্‌-এ উত্তর কোরিয়ার অংশগ্রহণ ও দু'পক্ষের সামরিক বিভাগের সংলাপ আয়োজনের কথা জানায়। (জিনিয়া/আলিম/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040