যুক্তরাষ্ট্রের উচিত বাস্তব ব্যবস্থা নিয়ে বিশ্বশান্তি সুরক্ষা করা: চীনা মুখপাত্র
  2018-02-05 19:06:21  cri
ফেব্রুয়ারি ৫: পরমাণু পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক গবেষণা-প্রতিবেদন যুগের শান্তি ও উন্নয়নের থিম থেকে দেশটির সরে আসার পরিচায়ক। যুক্তরাষ্ট্রের উচিত বাস্তব ব্যবস্থা গ্রহণ করে বিশ্বশান্তি রক্ষায় ব্রতী হওয়া। আজ (সোমবার) বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কেং শুয়াং এ-কথা বলেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এই প্রতিবেদনে স্নায়ুযুদ্ধের চেতনা প্রতিফলিত হয়েছে এবং নিরাপত্তার প্রশ্নে পারমাণবিক অস্ত্রের ওপর অযথা অতিরিক্ত গুরত্বারোপ করা হয়েছে।

মুখপাত্র আরও বলেন, চীন আগে কখনও কোনো ধরনের পারমাণবিক অস্ত্র-প্রতিযোগিতায় অংশগ্রগণ করেনি এবং ভবিষ্যতেও করবে না। চীন পারমাণবিক শক্তিকে জাতীয় নিরাপত্তা সুরক্ষার জন্য প্রয়োজনীয় মাত্রায় সীমিত রেখেছে এবং ভবিষ্যতেও তাই রাখবে। (লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040