চীনের গ্রামাঞ্চলের উন্নয়নে বাস্তব পদক্ষেপ ও অর্থায়ন প্রয়োজন
  2018-02-05 15:04:06  cri
ফেব্রুয়ারি ৫: চীনের কেন্দ্রীয় সরকারের গ্রাম-কার্যক্রম কার্যালয়ের পরিচালক হান চুন গতকাল (রোববার) বেইজিংয়ে বলেন, গ্রামাঞ্চলের উন্নয়ন চীনের কমিউনিস্ট পার্টি ও সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং দীর্ঘমেয়াদি কাজ। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বাস্তব পদক্ষেপ নেওয়া ও অর্থায়ন; পাশাপাশি সম্পূর্ণ নীতিমালা প্রয়োজন।

এদিন চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয়ের প্রেস ব্রিফিংয়ে গ্রামাঞ্চলের উন্নয়ন-কৌশল সম্পর্কে মতামত প্রকাশিত হয়। এতে চীনের কৃষি ও গ্রামের আধুনিকায়ন এবং চীনের বৈশিষ্ট্যময় সমাজতান্ত্রিক গ্রাম পুনরুত্থানের নীতিমালা বর্ণনা করা হয়েছে।

(সুবর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040