'গ্রাম', 'কৃষি' ও 'কৃষক' সম্পর্কে কেন্দ্রীয় সরকারের এক নম্বর দলিলপত্র প্রকাশিত
  2018-02-05 14:48:31  cri
সাম্প্রতিক বছরগুলোতে 'গ্রাম', 'কৃষি' ও 'কৃষক' এই তিনটি বিষয়ের ওপর গুরুত্বারোপ করে আসছে চীন সরকার। এ পর্যন্ত এ কর্মকাণ্ডের ১৫তম নির্দেশনামূলক প্রস্তাব অথবা 'গ্রাম', 'কৃষি' ও 'কৃষক' সম্পর্কে কেন্দ্রীয় সরকারের এক নম্বর দলিলপত্র গতকাল (রোববার) বেইজিংয়ে প্রকাশিত হয়েছে। এটি চীনের গ্রামীণ উন্নয়ন কৌশল বাস্তবায়নে সার্বিকভাবে বিন্যাস করেছে। আজকের সংবাদ পর্যালোচনায় আমরা এ বিষয় নিয়েই আলোচনা করবো।

এবারের দলিলপত্রের নাম 'চীনের কমিউনিস্ট পার্টি সিপিসি'র কেন্দ্রীয় সরকার গ্রামীণ উন্নয়ন কৌশল বাস্তবায়নে রাষ্ট্রীয পরিষদের মতামত'। দলিলপত্রে বলা হয়, গ্রামীণ উন্নয়ন কৌশল বাস্তবায়ন হচ্ছে জনসাধারণের দিন দিন বৃদ্ধি পাওয়া জীবনযাপনের চাহিদা ও ভারসাম্যহীন উন্নয়নের মধ্যে দ্বন্দ্ব নিরসনের প্রয়োজনীয় শর্ত। এটি 'দুই এক শ' বছর' লক্ষ্য এবং 'চীনের সব মানুষের একসাথে সমৃদ্ধি' লক্ষ্য বাস্তবায়নেরও অপরিহার্য উপায়। এ সম্পর্কে চীনের কৃষি একাডেমির অধ্যাপক ছিন ফু মনে করেন:

'এই দলিলপত্রের বিষয় থেকে দেখা যায় যে, এতে প্রথমবারের মতো 'কৃষি' ও 'গ্রাম' উন্নয়নকে অগ্রাধিকার দেয়ার কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্য দিয়ে গ্রামীণ অঞ্চলের উন্নয়নে রাষ্ট্রীয় পরিষদের গুরুত্বারোপ আরেকবার প্রতিফলিত হয়'।

তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চীনের কৃষি ও গ্রামীণ নির্মাণকাজে ধারাবাহিক সাফল্য অর্জিত হয়েছে। তবে কৃষি উন্নয়নের গুণগত মান ও কৃষকের আয় বাড়ানোসহ বিভিন্ন বিষয়ে আরও ব্যাপক ব্যবধান রয়েছে। এই ব্যবধান কমাতে সংশ্লিষ্ট উদ্যোগ নেয়ার কথা এবারের দলিলপত্রে উল্লেখ করা হয়। অধ্যাপক ছিন বলেন, এটি শহর ও গ্রামের সুসংহত উন্নয়ন জোরদার এবং শহর ও গ্রামের সম্পর্ক সমন্বয় করতে সহায়ক হবে। এ সম্পর্কে তিনি বলেন

' সরকারের সামষ্টিক নিয়ন্ত্রণ নীতি 'গ্রাম', 'কৃষি' ও 'কৃষক' এই তিনটি বিষয়ের সার্বিক উন্নয়নকে এগিয়ে নেয়ার জন্য সহায়ক। এটি আমাদের এই তিনটি বিষয়ের ভবিষ্যত্ উন্নয়নে নতুন চালিকা শক্তি যুগিয়েছে। অব্যশই এটি এই ক্ষেত্রের প্রতিদ্বন্দ্বিতামূলক শক্তি বাড়াতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম'।

এবারের এক নম্বর দলিলপত্রে বিভিন্ন বিষয় থেকে সার্বিকভাবে বিন্যাস করা হয়। এর মধ্যে রয়েছে কৃষি উন্নয়নের গুণগত মান বাড়ানো, গ্রামীণ অঞ্চলের সবুজ উন্নয়ন মজবুত, গ্রামীণ সংস্কৃতির সমৃদ্ধি, গ্রামীণ ব্যবস্থাপনার নতুন পদ্ধতি গড়ে তোলা এবং কৃষকের জীপন যাপনের নিশ্চয়তার মান বাড়ানো প্রভৃতি। এতে একটি উল্লেখযোগ্য বিষয় হল দারিদ্র্য বিমোচন। এ সম্পর্কে বেইজিং নর্মাল বিশ্ববিদ্যালয়ের দারিদ্র্য বিমোচন গবেষণা বিভাগের প্রধান ও অধ্যাপক চাং ছি মনে করেন, ২০২০ সাল নাগাদ, দারিদ্র্য বিমোচন হবে চীনে গ্রামীণ উন্নয়ন কৌশলের অন্যতম এক প্রধান দায়িত্ব। এটি গ্রামীণ অঞ্চলের সবুজ উন্নয়নের সম্ভাবনা এবং কৃষি উন্নয়নের গুণগত মানের সঙ্গে জড়িত বলেও জানান তিনি। এ সম্পর্কে তিনি বলেন

'২০২০ সালের পর, আপেক্ষিক দারিদ্র্য সম্ভাব্য গ্রামীণ ‌উন্নয়নের গতি নিয়ন্ত্রণের এক গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমান চরম দারিদ্র্য আরও প্রধান বিষয় হিসেবে মনে করা হয়। চরম দারিদ্র্য বিমোচনে আরও প্রচেষ্টা চালিয়ে যাবো আমরা। সেই সঙ্গে, দারিদ্র্য বিমোচন খাতে সংশ্লিষ্ট অঞ্চলের সবুজ উন্নয়ন প্রস্তাব কাজে লাগানোও জরুরি'।

এবারের এক নম্বর দলিলপত্রে আরো বলা হয়, চীনা বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতান্ত্রিক গ্রামীণ উন্নয়ন পথ কৃষিকে নেতৃস্থানীয় শিল্পে পরিণত করবে, কৃষিকে আরও আকর্ষণীয় পেশা হিসেবে দেখাবে এবং গ্রামকে আরও সুখী ও সুন্দর জীবন যাপনের স্থানে পরিণত করবে।

(ওয়াং হাইমান/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040