চীনে দক্ষ ও পেশাদার কৃষক সৃষ্টির সার্বিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে: উ হোং ইয়াও
  2018-02-05 14:45:31  cri
ফেব্রুয়ারি ৫: গ্রাম-উন্নয়নের কৌশল বাস্তবায়ন করতে চাইলে ধীশক্তির ওপর গুরুত্বারোপ করতে হবে এবং মানবসম্পদ উন্নয়নকে অগ্রাধিকার দিতে হবে। আর এভাবে চীনে দক্ষ ও পেশাদার কৃষক সৃষ্টির সার্বিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব। গ্রামবিষয়ক চীনা কেন্দ্রীয় নেতৃগ্রুপের কার্যালয়ের উপ-পরিচালক উ হোং ইয়াও আজ (সোমবার) বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ-কথা বলেন।

তিনি বলেন, চীনে নতুন করে প্রকাশিত 'গ্রাম-উন্নয়নের কৌশল বাস্তবায়ন প্রসঙ্গে সিপিসি'র কেন্দ্রীয় কমিটির রাষ্ট্রীয় পরিষদের অভিমত' শীর্ষক দলিলে বলা হয়েছে: নতুন কৃষকদের প্রশিক্ষণ-ব্যবস্থা জোরদার করতে হবে; গ্রামাঞ্চলে এবং গ্রামাঞ্চলের শিল্পপ্রতিষ্ঠানগুলোতে পেশাদার প্রযুক্তিবিদদের কাজের সুযোগ সৃষ্টি করতে হবে; এবং নতুন নতুন শিল্প প্রতিষ্ঠার ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, গ্রামাঞ্চলে সেচ্ছাসেবক, পুঁজি বিনিয়োগকারী, বিশেষজ্ঞ, ও পেশাদারদের আকৃষ্ট করতে প্রয়োজনীয় উদ্যোগ নেবে চীন সরকার। (লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040